‘দেখার অপেক্ষায় আছি, সাকিবের অবসরের দিন দেশের মানুষ কি করে’
সাকিব আল হাসান বিশ্বসেরাদের একজন হলেও এখনো তাকে পূর্ণাঙ্গ ব্যাটসম্যান বলে দাবিতে নাখোশ তারই প্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সাকিবের শৈশবের কোচ মনে করেন, ‘এতো বছর ক্রিকেট খেলার পরো একজন ব্যাটসম্যান হিসেবে সাকিবের যে জায়গায় থাকার কথা ছিল তিনি সেখানে পৌঁছাতে পারেননি।’
সম্প্রতি শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টে দ্বিশতক হাঁকিয়েছিলেন সাকিব। ২১৭ রানের ব্যক্তিগত ইনিংস খেলার পর সাজঘরে ফেরেন তিনি। এতো বড় ইনিংস খেলার পরও প্রিয় শিষ্যকে নিয়ে সালাউদ্দিন জানান,‘আমার এখনো একই কথা মনে হয়। সাকিবের ব্যাটিংয়ের সামর্থ্য আরো যা আছে তার পুরোটা এখনো আমরা দেখতে পারিনি।
সামনে একটা সুযোগ আছে বলে আমার মনে হচ্ছে। তবে তার ব্যাটিং প্রতিভার পুরোটা এখনো সে কাজে লাগায়নি।’ এদিকে সাকিব সেই ২১৭ রানের ইনিংসটিতে মাত্র ২৭৬ বল খেলেছিলেন। টেস্ট মেজাজে খেললে ইনিংসটা আরও সাবলীল হতো কি না?
সালাউদ্দিনের কাছে অবশ্য রান করাটাই আসল। দেশের একটি অনলাইনের সাথে আলাপকালে তিনি আরো বলেন, ‘টেস্ট বা ওয়ানডে মেজাজ নিয়ে আমি কখনই চিন্তিত না। রান করতে পারলে রান করবেন।
আপনি ব্যাটসম্যান, দেখা হবে আপনার স্কোর কত। কিভাবে রান করবেন সেটা আপনার ওপর। আপনি কত রান করলেন সেটা দলের ওপর প্রভাব ফেলবে। ’
সাকিব আল হাসান ইতিমধ্যে অনেক সাফল্যের দেখা পেলেও শিষ্যের কাছ থেকে আরও বড় কিছু আশা করেন মোহাম্মদ সালাউদ্দিন, ‘আসলে আমি দেখতে চাই অবসরের পর তার অবস্থানটা কোথায়।
সে এখন কি করল বা আরও দুই বছর পর কি করবে সেটা দেখার বিষয়। এখন যদি সে খারাপ খেলে তার মানে সে ঠিকভাবে তার ক্যারিয়ার শেষ করল না।’ সাকিবের ক্যারিয়ারের ঝলমলে শেষ দেখতে চান তিনি। বলছেন, ‘সে যেদিন অবসর নেবে সেদিন মানুষ তাকে কিভাবে নিচ্ছে, কিভাবে তাকে গ্রহণ করছে সেটা দেখতে হবে।
পুরো ক্যারিয়ারে সে কিভাবে দেশের প্রতি অবদান রেখেছে সেটার প্রতিফলন হবে ১০ বছর কি করলেন বা ২০ বছর ক্রিকেট খেলার পর। তো আমি দেখব সাকিব যেদিন অবসর নেয় সেদিন দেশের মানুষ কি করে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন