দেখা হবেই হবে পহেলা বৈশাখে


“এসো হে বৈশাখ”-এ গানটির আবেদন যেন বৈশাখের প্রথম দিনে আরও বহুগুণ বেড়ে যায়। শুরুর দিকে কেবল রমনার আয়োজনকে কেন্দ্র করেই বৈশাখ উদযাপিত হত। কিন্তু বর্তমানে এ অবস্থার পরিবর্তন ঘটেছে। এখন শুধু রমনায় নয় বরং বৈশাখের আয়োজন ছড়িয়ে পড়েছে পুরো শহর জুড়ে। তাই উত্সবের গানের তালিকা কেবল “এসো হে বৈশাখ” এর মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি ছাড়াও আর যেসব গান নববর্ষের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে তোলে সেগুলোর মধ্যে “দেখা হবে পহেলা বৈশাখে” গানটি অন্যতম।
প্রখ্যাত সঙ্গীত শিল্পী আসিফ আকবরের গাওয়া এ গান তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। এতে একজন প্রেমিকের তার সঙ্গীকে আহ্বান করার মধ্য দিয়ে বৈশাখের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। নতুন বছরে ভালবাসার মানুষটিকে নিয়ে নতুন স্বপ্নে বিভোর হওয়া-এটাই এ গানের মূল ভাবনা জানালেন গায়ক আসিফ আকবর। গানের কথাগুলো লক্ষ্য করলে দেখা যায়, বাংলার বৈশাখ আয়োজনের যে চিরায়ত রূপ তাই উঠে এসেছে এখানে। “বাংলার বটমূলে কথা হবে প্রাণ খুলে” ও “ছায়ানটের গানে খুঁজব প্রেমের মানে” এ পংক্তিগুলো এখনও তরুণদের মুখে মুখে। এক্ষেত্রে গীতিকার কবির বকুল যথার্থ মুন্সিয়ানা দেখিয়েছেন। সুরকার রাজেশ ঘোষের সুরে গানটি আরও পূর্ণতা পায়।
২০০৪ সালে প্রায় ১০ বছর আগে গানটি প্রকাশ পেলেও এখনও এর আবেদন ম্লান হয়নি। ‘এখনও যখন বৈশাখে বের হই, বিভিন্ন জায়গায় আমার গাওয়া গানটি বাজতে শুনি-একটা অন্যরকম ভালোলাগা কাজ করে”-বলছিলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর।
এবারের বৈশাখের ব্যস্ততা কি নিয়ে জানতে চাইলে বলেন-খুব গুরুত্বপূর্ণ কোন অনুষ্ঠান না থাকলে চেষ্টা করেন বছরের প্রথম দিনটি পরিবারের সাথে কাটানোর। এছাড়া তার সকল শ্রোতা ও শুভানুধ্যায়ীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন আসিফ আকবর।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













