দেখুন অবসর নিয়ে কি বললেন ডি ভিলিয়ার্স

কদিন ধরেই শোনা যাচ্ছিলো গুঞ্জন। প্রচুর খেলা থাকায় দিনে দিনে চাপে পড়ে যাচ্ছেন এবি ডি ভিলিয়ার্স। বলা হচ্ছিলো তিনি নাকি টেস্ট ক্রিকেট থেকে অবসরই নিয়ে নিবেন। কিন্তু আসলে তা নয়। ভিলিয়ার্স নিজেই বলে দিলেন যে, তিনি অবসর নিচ্ছেন না। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের এই তারকা ব্যাটসম্যান বলেন, ‘আমি অবসর নিচ্ছি না। কোনো ফরম্যাট থেকেই আমি অবসর নিচ্ছি না। ’ দক্ষিণ আফ্রিকার একটি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন ভিলিয়ার্স।
তবে সঙ্গে এও জানিয়ে দেন যে, ২০১৯ সালের বিশ্বকাপটাই এখন তার মূল চিন্তা। বিশ্বকাপে যাতে পরিপূর্ণ ফিট থাকেন, নিজের কাজগুলো তিনি সেভাবেই করবেন।
অর্থাৎ স্পষ্ট করে না হলেও, পরোক্ষভাবে ভিলিয়ার্স বুঝিয়ে দিয়েছেন যে, দীর্ঘ পরিসরের ক্রিকেটে হয়তো তিনি আর নিয়মিত থাকবেন না।
কদিন আগে দক্ষিণ আফ্রিকার একটি সংবাদ মাধ্যমে বলা হয়, ভিলিয়ার্স আর দক্ষিণ আফ্রিকান ক্রিকেট সংস্কৃতি পছন্দ করছেন না। এ কারণে তিনি খেলা ছেড়ে দিতে পারেন। একদম ছেড়ে না দিলেও টেস্টে আর নাও দেখা যেতে পারে তাকে। সে সময় এ খবর নিয়ে কোনো মন্তব্য করেননি ভিলিয়ার্স।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন