রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দেখে নিন বাংলাদেশ-অস্ট্রেলিয়া দলের অতীতের সব পরিসংখ্যানগুলো

আজ ৫ জুন সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় লন্ডনের কেনিংটন ওভালে শুরু বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘এ’র ম্যাচ। দুই দলের জন্যই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। সেমি-ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে জিততে হবে। অনাথায় বিদায়ের ঘন্টা বেজে যাবে দুই দলের। প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে ইংল্যান্ডের কাছে, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচের পয়েন্ট বৃষ্টিতে ভাগাভাগি হয়েছে। বাকি দুই দলের দুটি করে ম্যাচ। হারার উপায় নেই। ওই ম্যাচে চোখ রাখার আগে এই দুই দলের নানা পরিসংখ্যানে একটু চোখ বুলিয়ে নিন।

১. বাংলাদেশের বিপক্ষে এর আগে খেলা ১৯ ম্যাচের ১৮টিতে জিতেছে অস্ট্রেলিয়া। ২০০৫ সালে কার্ডিফে বাংলাদেশ তাদের একমাত্র জেতা ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ৫ উইকেটে।

২. এর আগে এই দুই দল একবারই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছে। সেটি ২০০২ সালে, কলম্বোতে। ওই ম্যাচ ৯ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। বাংলাদেশ ১২৯ রানে অল আউট হয়েছিল।

৩. ১৯৯৯ থেকে ২০১০ পর্যন্ত ওভালে টানা ৬ ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। কিন্তু এখানে খেলা শেষ ২ ম্যাচে হেরেছে তারা।

৪. কেনিংটন ওভালে মাত্র দুটি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে খেলা দুই ম্যাচেই হেরেছে। একটি চলমান আসরে।

৫. অস্ট্রেলিয়া তাদের শেষ ১০ ম্যাচের ৭টিতে জিতেছে। শেষ দুই ম্যাচেই অবশ্য হেরেছে তারা।

৬. বাংলাদেশের বিপক্ষে ম্যাচ অস্ট্রেলিয়ার ইতিহাসের ৯০০তম ওয়ানডে। তাদের রেকর্ড : ৫৫৪টি জয়, ৩০৩টি হার, ৯টি টাই, ৩৩টি নো রেজাল্ট।

৭. ডেভিড ওয়ার্নারের ৪,০০০ রান হতে আর ৩৬ দরকার। ৯২ ইনিংস খেলেছেন। তার চেয়ে কম ইনিংসে কেবল ৪ হাজার রানের মাইলফলক ছুঁয়ছেন দুজন, হাশিম আমলা ও ভিভ রিচার্ডস। বিরাট কোহলির লেগেছিল ৯৩ ইনিংস।

৮. জস হ্যাজলউড এই ম্যাচে খেলতে নামছেন মাত্র দ্বিতীয় বোলার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচে ৬ উইকেট শিকারের রেকর্ড নিয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫২ রানে ৬ উইকেট ছিল তার। তবে সেরা ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার পারভিজ মাহরুফের ১৪ রানে ৬ উইকেট।

৯. তামিম ইকবাল ওভালেই ইংল্যান্ডের বিপক্ষে এবারের আসরের প্রথম ম্যাচে ১২৮ রানের ইনিংস খেলেছেন। বাংলাদেশের ইতিহাসের শীর্ষ ৯ ওয়ানডে ইনিংসের ৬টিই তামিমের।

১০. মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান দুজনই এই ম্যাচে মোহাম্মদ আশরাফুলের দেশের হয়ে সর্বোচ্চ ১৭৫ ওয়ানডে খেলার রেকর্ড স্পর্শ করবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি