দেখে নিন বিপজ্জনক সেলফি গুলি?
সেলফি যুগ চলছে৷ সেলফি ছেড়ে এখন আবার মাথাচাড়া দিয়েছে গ্রুফি! সামনের ক্যামেরা দিয়ে গ্রুপ ছবি তোলার হিড়িক পরেছে জেন-ওয়াইয়ের মধ্যে৷ পথ চলতে, অফিসে বসে এমন কী, খেতে বসেও মানুষ সেলফি তোলে৷ এতে দুর্ঘটনাও ঘটে অনেক৷ কার্যত হাঙরের আক্রমণে যত মানুষ মারা যায় তারচেয়ে বেশি মারা যায় সেলফি তুলতে গিয়ে৷ তবু মানুষ কতভাবে সেলফি তোলে, কত রকমের বিপদে পড়ে!
হাঙরের চেয়েও বিপজ্জনক!
এক সমীক্ষা অনুযায়ী, গত বছর হাঙরের আক্রমণে সারা বিশ্বে মারা গিয়েছে ৮ জন মানুষ৷ অন্যদিকে সেলফি তুলতে গিয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১২ জনের৷ তাই কয়েকদিন আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরেই শিরোনাম ছিল, ‘‘হাঙরের চেয়ে বেশি মানুষ হত্যা করে সেলফি৷’’ নিজস্বীর নেশা সত্যিই বড্ড বিপজ্জনক, কখনও কখনও হাঙরের চেয়েও বিপজ্জনক!
মৃত্যু কারণ নিজস্বী!
সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনা প্রায় ঘটছে৷ কয়েকদিন আগে তাজমহল দেখতে গিয়ে সেলফি তোলার ইচ্ছে হয় ৬৬ বছর বয়সি এক ভদ্রলোকের৷ সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়েই তাঁর ভবলীলা সাঙ্গ! হাতে বন্দুক নিয়ে সেলফি তুলতে গিয়ে ট্রিগারে চাপ দিয়ে বসায় একজন মারা গিয়েছেন – এ খবরও বেশি পুরোনো নয়৷ সেলফি তোলার ব্যাপারে তাই সবাইকে সতর্ক করার কথা ভাবতে শুরু করেছে কয়েকটি দেশের সরকার৷
সাবধানের সেলফি!
রাশিয়ায় গত জানুয়ারিতে মুত্রত্যাগ করার সময় হাতে পিনখোলা গ্রেনেড নিয়ে সেলফি তুলতে গিয়েছিলেন এক তরুণ৷ সেলফি তোলা শেষ হওয়ার আগেই গ্রেনেডটি বিস্ফোরিত হয়৷ সঙ্গে সঙ্গেই মারা যায় দুই তরুণ৷ তারপর গত বছরের মে মাসে এক কিশোর রেলপথের ব্রিজে সেলফি তুলতে গিয়ে অসতর্কতাবশত বৈদ্যুতিক তারে হাত দিয়ে দেয়৷তাকেও বাঁচানো যায়নি৷ আগামীতে রাশিয়ার পথে পথে নাকি লেখা থাকবে, ‘‘একটি সেলফি আপনার মৃত্যুও ডেকে আনতে পারে৷’’
হজে সেলফি!
গত কয়েক বছরে পবিত্র হজে হাজিদের মাঝেও সেলফি তোলার হিড়িক বেড়েছে৷ হজ সেরে তাই কিছুটা স্বস্তি নিয়েই মিশরের কম্পিউটার ইঞ্জিনিয়ার মহম্মদ রশিদ বললেন, ‘‘আমি যখন প্রার্থনা করছি তখনও অনেকে সেলফি তুলছিল৷ এমন হলে তো মনযোগ নষ্ট হয়ে যেতে পারে৷’’ মিশরের অনেক ইসলামি চিন্তাবিদও হজের সময় সেলফি তোলার প্রবণতার কঠোর সমালোচনা করেছেন৷
নগ্ন সেলফি!
শিশু-কিশোররাও দেদার সেলফি তুলছে৷ ব্রিটেনের তিন শিশু নগ্ন অবস্থাতেই সেলফি তুলে মেয়েদের পাঠিয়ে পড়েছে বিপদে৷ বিবিসি-র খবর অনুযায়ী, তিনজনের বয়সই ১৪ বছরের কম বলে তাদের গ্রেপ্তার করা হয়নি৷ মামলাও হয়নি৷ তবে পুলিশের খাতায় তাদের নাম লেখা থাকবে আগামী ১০ বছর৷ এই ১০ বছরে তারা আর কোনও অপরাধে জড়ায় কিনা তা লক্ষ্য করবে পুলিশ৷ নগ্ন হয়ে সেলফি তুলে কাউকে পাঠানোকে অপরাধ হিসেবেই গণ্য করে ব্রিটেনের পুলিশ৷
চামচ সেলফি!
এত কিছুর পরও সেলফি তোলা কমছে না৷ বরং সবাই যাতে আরও বেশি করে সেলফি তোলে সেই ব্যবস্থাই করে চলেছে আধুনিক প্রযুক্তি৷ তাই এতদিন খাওয়ার সময় সেলফি তুলতে না পেরে যারা বিরক্ত হতেন, তাদের জন্যও এসে গেছে বিশেষ ধরণের চামচ৷ সেই চামচ দিয়ে খেতে খেতেই সেলফি তোলা যায়৷ চামচটির নাম ‘সিনামন টোস্ট ক্রাঞ্চ সেলফি স্পুন’৷
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন