‘দেখ দেখ বলটা কোথায় উড়ে গেল’

ম্যাচের প্রথম ইনিংসের ১৮তম ওভারের খেলা চলছিল তখন। বোলার রাজশাহী কিংসের কেসরিক উইলিয়ামস। আর ব্যাটসম্যান ছিলেন বরিশাল বুলসের মুশফিকুর রহিম। সে ওভারের দ্বিতীয় বলে ব্যর্থ হয়েছিলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। তাই এই ক্যারিবীয় পেসার এগিয়ে এসে তাঁকে কিছু একটা বলেছিলেন। হয়তো তা রাগিয়ে দেওয়ার মতোই কিছু।
উইলিয়ামসের এই কথায় বেশ তেতে উঠেছিলেন বাংলাদেশ দলের এই অভিজ্ঞ ব্যাটসম্যান। পরের বলেই তিনি জবাবটা দিয়েছেন ভালোভাবে। শট ফাইন লেগ দিয়ে দারুণ একটি চার মেরে। এর পরের বলে ডিপ মিড উইকেটের ওপর ছক্কা মেরে এই ক্যারিবীয় বোলারকে আঙুল দিয়ে দেখিয়ে কিছু একটা বললেন মুশফিক। যার অর্থ হতে পারে ‘দেখ বলটা উড়ে গেল কোথায়।’
শুধু সে ওভারের দুটি বলে চার-ছক্কা মেরেই উইলিয়ামসকে জবাব দেননি মুশফিক, এদিন ঘরোয়া-আন্তর্জাতিক মিলে টি-টোয়েন্টিতেও নিজের সেরা ইনিংসটিও খেলে ফেললেন।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এ ম্যাচে মাত্র ৫২ বলে ৮১ রানের অসাধারণ একটি ঝড়ো ইনিংস খেলেন মুশফিক। যাতে ছিল চারটি চার ও পাঁচটি ছক্কার মার। তা ছাড়া নাফীসের সঙ্গে ১১২ রানের দারুণ একটি জুটি গড়ে দলকেও বিশাল সংগ্রহ এনে দিয়েছেন। মাত্র চার উইকেট হারিয়ে তাঁর দল করেছে ১৯২ রান।
এরআগে গত দুই ম্যাচেও দারুণ দুটি ইনিংস খেলেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৩৬ বলে হার না মানা ৫০ রান এবং দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ২৩ বলে ৩৩ রান করেন জাতীয় দলের এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন