‘দেবদাস’ ছবির ১৫ বছর পূর্তিতে জানুন অজানা ১৫ তথ্য
দেখতে দেখতেই দেড় দশক পার করল সঞ্জয়লীলা বনসালী পরিচালিত ছবি দেবদাস। এই ছবির ১৫ বছর পূর্তিতে জানুন অজানা ১৫ তথ্য।
> শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস ‘দেবদাস’-এর ওপর ভিত্তি করেই তৈরি হয় দেবদাস ছবির চিত্রনাট্য।
> ১৯৫৫ সালে প্রথম দীলিপ কুমার দেবদাসের চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর ২০০২ সালে দেবদাস রিমেক হলে সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান।
> আজ থেকে দের দশক আগে এই ছবি করতে খরচ হয়েছিল ৫০ কোটি টাকা, যা ছিল বলিউডের সেই সময়ের বিগ বাজেট প্রোজেক্ট।
> দেবদাস ছবির প্রিমিয়ার হয়েছিল কান ফেস্টিভ্যালে। ২০০৩ সালে অস্কারেও ভারতীয় ছবি হিসেবে অফিসিয়াল এন্ট্রি পেয়েছিল এই ছবি।
> ৭০০ লাইট আর ৪২টি জেনেরেটর ব্যবহার করে দেবদাস ছবির সেটে শ্যুট করা হত।
> চরিত্রকে আরও বাস্তব করে তুলতে শাহরুখ খান স্বল্প মদ্যপান করেই অভিনয় করেছেন এই ছবিতে।
> দেবদাস ছবিতে চুনীলালের ভূমিকায় প্রথম ভাবা হয়েছিল গোবিন্দাকে। গোবিন্দা রাজি না হওয়ায় এর পর নবাব পুত্র সেফ আলি খানকে এই চরিত্র করার জন্য প্রস্তাব দিয়েছিলেন পরিচালক।
> গোবিন্দা আর সেফ আলি খান, কেউই রাজি না হওয়ায় এই চরিত্রের জন্য মনোজ বাজপেয়ীকেও অনুরোধ করেন সঞ্জয়লীলা বনসালী। তিনিও রাজি হননি।
> শেষমেশ এই চরিত্রে অভিনয় করেন জ্যাকি স্রফ।
> ছবিতে পার্বতী যে শিসমহলে থাকেন তা তৈরি করতে সেই সময় খরচ হয়েছিল ১ লক্ষ ২২ হাজার টাকা। বৃষ্টি হলেই ওই শিসমহলে বারেবারে রং করাতে হয়েছে পরিচালককে।
> চন্দ্রমুখীর কোঠা বাড়ি তৈরি করতে খরচ হয়েছিল ১২ কোটি টাকা।
> পরিচালক সঞ্জয়লীলা বনসালী এবং সঙ্গীত পরিচালক ইসমাইল দরবার প্রায় আড়াই বছর সময় নিয়েছিলেন দেবদাস ছবির মিউজিক তৈরি করতে।
> এত বড় কানের দুল পরে ‘দোলা রে দোলা রে’ নাচতে হয়েছিল নায়িকা ঐশ্বর্যকে যে কান কেটে গিয়ে রক্তক্ষরণ পর্যন্ত হয়েছিল তাঁর।
> মাধুরী দিক্ষিত যে ড্রেস পরে নেচেছিলেন তার ওজন ছিল ৩০ কেজি।
> দেবদাস ছবিতে পার্বতীর চরিত্রে অভিনয় করার জন্য প্রথম প্রস্তাব পেয়েছিলেন করিনা কাপুর।
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন