দেবরের সাথে ভাবীর পরকীয়া, বন্ধুর বাসায় নিলুফা খুন

পরকীয়ার জেরে বন্ধুর ব্যাচেলর বাসায় বড় ভাবীকে নিয়ে খুন করেছেন মহিউদ্দিন নামে এক যুবক। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি।
মঙ্গলবার রাতে নগরীর ইপিজেড থানা পুলিশ নিহত নিলুফা ইয়াসমিনের (২৮) লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে আজ বুধবার দুপুরে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নিহত নিলুফার ইয়াসমিন জেলার বাশঁখালি উপজেলার পুকুরিয়া ইউনিয়নের মৃত সোলাইমানের মেয়ে। স্বজনরা তার মরদেহ নিজ গ্রামে নিয়ে গেছে।
জানা গেছে, মঙ্গলবার রাতে চট্টগ্রামের ইপিজেড থানাধীন বন্দরটিলাস্থ নসিউল আলম ভবনের নিচতলায় একটি ব্যাচেলর বাসা থেকে অজ্ঞাত নারীর (২৮) লাশ উদ্ধার করে পুলিশ।
ময়নাতদন্তের জন্য মরদেহটি ওই রাতেই চমেক হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়া হয়।
সিএমপি ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বন্দরটিলা এলাকায় কয়েকজন গার্মেন্ট শ্রমিক একটি ব্যাচেলর বাসায় ভাড়া থাকে। তাদেরই একজনের বন্ধু মহিউদ্দিন (৩০)।
তিনি জানান, সোমবার বন্ধুর ওই ব্যাচেলর বাসায় তিনি রাত যাপন করেন। সকালে বাসার লোকজন তালা মেরে কর্মস্থলে চলে যেতে চাইলে মহিউদ্দিন আরো কিছুক্ষণ ঘুমানোর কথা বলে চাবি রেখে দেন।
ওসি জানান, বাসার সবাই কর্মস্থলে চলে গেলে মহিউদ্দিন তার বড় ভাইয়ের স্ত্রীকে ফোন করে ওই বাসায় নিয়ে সারাদিন অবস্থান করেন।
এদিকে সন্ধ্যায় মহিউদ্দিনের বন্ধু চাকরি থেকে ফিরে এসে দেখে বাসায় তালা দেয়া। তিনি মহিউদ্দিনকে ফোন করলে ফোন বন্ধ পায়।
মহিউদ্দিনের ওই বন্ধু জানান, প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর রুমমেটের কারখানায় গিয়ে তার কাছে থাকা আরেকটি চাবি এনে রুম খুলি। ফ্লোরে এক মহিলার লাশ পড়ে থাকতে দেখি।
বিষয়টি তিনি এলাকার লোকজন এবং বাড়ির জমাদারকে জানালে তারা ঘটনাস্থলে এসে থানায় খবর দেন। রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
মামলার তদন্ত কর্মকর্তা ইপিজেড থানার উপ-পুলিশ পরিদর্শক শওকত আলী গণমাধ্যমকে জানান, মহিউদ্দিনের সাথে নিলুফার দীর্ঘদিনের অবৈধ সম্পর্ক ছিল। কোনো কারণে ঝামেলা হওয়ায় ভাবীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার পর পালিয়ে যায় মহিউদ্দিন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন