দেবের বান্ধবীর কাছে কী আব্দার করলেন মিমি

একজন বাংলা ছবির প্রতিষ্ঠিত নায়িকা ও তরুণ প্রজন্মের হার্টথ্রব আর অন্যজন সদ্য পা রাখতে চলেছেন ছবির জগতে। এই দু’জনের মধ্যে বন্ধুত্বটা যে বেশ গভীর, সেটাই আবার বোঝা গেল।
রুক্মিণী মৈত্র এবছর বাংলা ছবিতে ডেবিউ করছেন রাজ চক্রবর্তীর ‘চ্যাম্প’ ছবিতে। ওদিকে মিমি চক্রবর্তীর সম্পর্কে তো আর নতুন করে বলার কিছু নেই। বাংলার এই প্রজন্মের হার্টথ্রব মিমির সঙ্গে রুক্মিণীর বন্ধুত্ব কিন্তু অনেকদিনের। রুক্মিণী দেবের বহু বছরের প্রিয় বন্ধু তো বটেই, পাশাপাশি তিনি সুপারমডেলও। তাই বাংলা ছবি ও মডেলিং জগতের অনেকের সঙ্গেই তাঁর বন্ধুত্ব থাকাটা খুব ভাবিক।
তবে মিমির সঙ্গে তাঁর বন্ধুত্বটা ঠিক কতটা গাঢ়, সেটা অনেকটাই বোঝা গেল সাম্প্রতিক একটি টুইটার কথোপকথনে। চ্যাম্পের শ্যুটিং তো আগেই শেষ হয়ে গিয়েছিল। ডাবিং পর্বও শেষ। এবার একটু অবসর পেয়েছেন রুক্মিণী এবং তার পূর্ণ সদ্ব্যবহার করেছেন। বাড়িতে বসে বেক করেছেন একটি ডার্ক চকোলেট হুইপড গানাশে কেক। কেকের ছবি তুলে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন গতকাল।
সেই ছবি দেখেই মিমি টুইট করে বলেন যে এমন একটা কেক তাঁরও চাই। রুক্মিণী যেন তাড়াতাড়ি এমন একটি কেক বেক করে পাঠান তাঁর কাছে, নাহলে যে কী হতে পারে সেটা রুক্মিণী নিশ্চয়ই জানেন। উত্তরে রুক্মিণী মজা করে লেখেন যে পাঙ্গা না করে তাড়াতাড়িই মিমিকে কেক পাঠাবেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন