বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দেরিতে গর্ভধারণ করবেন? ডিম্বাণু সংরক্ষণের ৫ বিষয় জেনে নিন

জাপানের একটি শহরের কর্তৃপক্ষ সম্প্রতি জানিয়েছে, যে নারীরা এখন নয়, পরবর্তী কোনো এক সময়ে গর্ভধারণ করতে চান তাদের জন্য ডিম্বাণু সংরক্ষণের আর্থিক খরচের বড় অংশ বহন করবে তারা। এটি মূলত দেশটির জন্মহার বৃদ্ধির জন্য প্রণোদনা হিসেবে দেখা হচ্ছে। নারীদের ডিম্বাণু সংরক্ষণের ফলে কিছুটা বয়স বেড়ে গেলেও গর্ভধারণ করতে সমস্যা হবে না। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হাফিংটন পোস্ট।

ডিম্বাণু সংরক্ষণ করতে সে প্রকল্পের আওতায় সাড়ে আট লাখ ডলার সমমূল্যের অর্থ দেবে জাপানের উরায়াসু শহর কর্তৃপক্ষ। যে নারীরা তিন বছরের জন্য ডিম্বাণু সংরক্ষণ করবেন তাদের খরচ করতে হবে প্রায় ৯৬০ ডলার থেকে ১,১৫০ ডলার। তবে এ অর্থের মাত্র ২০ শতাংশ বহন করতে হবে নারীদের।

তবে ডিম্বাণু সংরক্ষণের ক্ষেত্রে কয়েকটি বিষয় রয়েছে, যে বিষয়গুলো সবারই জেনে রাখা উচিত। এগুলো হলো-

১. দেরিতে গর্ভধারণের জন্য আদর্শ নয় ডিম্বাণু সংরক্ষণ
বর্তমানে বহু নারীই দেরিতে গর্ভধারণ করতে চাইছেন। তবে তাদের জন্য ডিম্বাণু সংরক্ষণ সব সময় সবচেয়ে আদর্শ উপায় নয়। যদিও এ বিষয়ে নারীদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে।
আমেরিকান সোসাইটি ফর রিপ্রোডাক্টিভ মেডিসিনের (এএসআরএম) মতে কোনো কারণে যদি পরবর্তীতে গর্ভধারণের ব্যাঘাত ঘটতে পারে তাহলেই কেবল ডিম্বাণু সংরক্ষণ করা যেতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, যার মারাত্মক ক্যান্সার হয়েছে এবং পরবর্তীতে গর্ভধারণ করার ক্ষমতা নষ্ট হতে পারে এমন আশঙ্কা থাকলে ডিম্বাণু সংরক্ষণ করে রাখা যেতে পারে।

২. সংরক্তি ডিম্বাণু খুব কম নারীই ব্যবহার করেন
বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণায় দেখা গেছে, যে নারীরা ডিম্বাণু সংরক্ষণ করে রাখেন তাদের পরবর্তীতে সে ডিম্বাণু খুঁজে আবার গর্ভধারণ করার হার খুবই কম। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শান্তা মনিকার একটি ফার্টিলিটি ক্লিনিকের তথ্য থেকে দেখা যায় ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ২৩২ জন নারী তাদের ডিম্বাণু সেখানে জমা রেখেছেন পরবর্তীতে গর্ভধারণ করার জন্য। যদিও তাদের ৯৫ শতাংশই এখনও গর্ভধারণ করেননি। এ নারীদের ৪৯ জনের মাঝে এক জরিপে দেখা যায়, তাদের ১৬ শতাংশ জানিয়েছেন তারা অন্যভাবে গর্ভধারণ করেছেন। এছাড়া তাদের ৩০ শতাংশ বলছেন তারা এখনও গর্ভধারণের জন্য প্রস্তুত নন। এছাড়া ৫৩ শতাংশ জানিয়েছেন তারা এখনও গর্ভধারণের জন্য কোনো উপযোগিতা দেখছেন না। কারণ তারা এখনও কোনো সঙ্গী খুঁজে পাননি।

৩. গর্ভধারণ নিশ্চিত নয়
ডিম্বাণু সংরক্ষণ করলেও তাতে যে আপনার গর্ভধারণ হবে, এ বিষয়টি নিশ্চিত নয়। চিকিৎসকরা বলছেন, গর্ভধারণের জন্য একটি নির্দিষ্ট বয়স রয়েছে। এ বয়স পার হয়ে গেলে গর্ভধারণে নানা ধরনের জটিলতা তৈরি হয়। এ জটিলতার কারণে গর্ভধারণ সম্ভব না হলে ডিম্বাণু ব্যবহার করেও তা সম্ভব হবে না। ইউরোপে এক গবেষণায় দেখা গেছে, ৩০ বছর বয়সের নিচে ডিম্বাণু ফ্রিজ করে রাখার বেশ কয়েক বছর পর নারীদের সে ডিম্বাণু ব্যবহার করে সফল গর্ভধারণের হার ৩৬ থেকে ৬১ শতাংশ।

৪. অল্প বয়সেই সর্বাধিক উপকার
অল্প বয়সে গর্ভধারণ করা সম্ভব না হলেও যদি অল্প বয়সেই ডিম্বাণু সংরক্ষণ করা যায় তাহলে যথেষ্ট উপকার হয়। বেশি বয়সে ডিম্বাণু সংরক্ষণ করলে তার উপকারিতা নাও পাওয়া যেতে পারে। এক্ষেত্রে গবেষকরা বলছেন বয়স যদি ৩০-এর কোঠায় চলে আসে তাহলে খুব একটা উপকার পাওয়া নাও যেতে পারে। এজন্য কেউ যদি ডিম্বাণু সংরক্ষণ করতে চান তাহলে তাকে ২০-এর কোঠাতেই তা করা উচিত।

৫. সংরক্ষিত ডিম্বাণু থেকে জন্মগ্রহণকৃত খুব কম শিশুই বিশ্বে আছে
বিশ্বের খুব কম শিশুই সংরক্ষিত ডিম্বাণু থেকে জন্মগ্রহণ করেছে। ঠিক কতজন শিশু জন্মগ্রহণ করেছে সংরক্ষিত ডিম্বাণু থেকে, এ বিষয়ে সঠিক পরিসংখ্যান নেই। ১৯৮৬ সালে এ প্রক্রিয়া শুরু হয়েছে। তবে গবেষকরা বলছেন, বিশ্বে বর্তমানে প্রায় পাঁচ হাজার শিশু সংরক্ষিত ডিম্বাণু থেকে জন্মগ্রহণ করেছে বলে অনুমান করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

ধনিয়া পাতার উপকারি গুণ

চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন

  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?
  • ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়