দেশকে সাফল্য এনে দেওয়ার পর নাইট ক্লাবে বান্ধবীর সঙ্গে এ কী করলেন নেমার

উদ্দাম পার্টি, মদ্যপান, প্রকাশ্যে চুম্বন— কী না করলেন ব্রাজিলীয় তারকা ফুটবলার! ছবি দেখে নিন।
২৪ ঘণ্টা আগেই প্যারাগুয়েকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। গোল পেয়েছেন নেমারও। রাশিয়ার টিকিট নিশ্চিত হতেই এবার উদ্দাম নৈশজীবনে মাতলেন ব্রাজিলের ওয়ান্ডার-বয়। সাম্বা স্টাইলেই এবার পার্টিতে তিনি নিজেকে ভাসিয়ে দিলেন লাস্যময়ী বান্ধবী ব্রুনা মার্কুইজেনের সাহচর্যে। ‘নেইমারের বান্ধবী’ ছাড়াও ব্রুনার অবশ্য ব্রাজিলে স্বতন্ত্র পরিচিতি রয়েছে। তিনি ব্রাজিলীয় জনপ্রিয় সোপ অপেরার পরিচিত মুখ।
বেশ কয়েক বছর ধরেই ব্রাজিলীয় গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিং করছেন নেমার। সাও পাওলোর নাইট ক্লাবে দু’জনকেই পাওয়া গেল চূড়ান্ত মেজাজে। মিউজিক পার্টিতে নেমার হাজির হয়েছিলেন কালো টি শার্ট এবং এক বান্দানা পরিহিত অবস্থায়। অন্যদিকে সুন্দরী বান্ধবী হাজির হয়েছিলেন হলুদ গাউনে। বান্ধবীর হাত ধরে নাচের সময়েই মাঝে মাঝেই সফট ড্রিঙ্কসে গলা ভেজাচ্ছিলেন ব্রাজিলিয়ান তারকা।
প্যারাগুয়ের বিরুদ্ধে পেনাল্টি মিস করলেও স্কোরশিটে নিজের নাম লেখাতে পেরেছেন নেমার। নেমারের পাশাপাশি গোল পেয়েছিলেন কুটিনহো ও মার্সেলো। যোগ্যতা নির্ণায়ক পর্বে ন’টি ম্যাচের মধ্যে কোচ টিটে টানা জয় পেয়েছেন আটটি ম্যাচেই। আয়োজক রাশিয়ার পরেই দ্বিতীয় দল হিসেবে ব্রাজিল বিশ্বকাপের মূলপর্বে জায়গা পেয়েছে।
দেশের এমন সাফল্যের মুহূর্তে নেমার যে পার্টির মেজাজে থাকবেন, এটাই তো স্বাভাবিক।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন