দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন আপন জুয়েলার্সের মালিক
বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সাফাত আহমেদের বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। বুধবার শুল্ক গোয়েন্দা অধিদফতরে শুনানিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেন।
আপন জুয়েলার্সের মালিক বলেন, ‘আমি যদি কোনও ভুল করে থাকি, তাহলে দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। আমাকে আপনারা ক্ষমা করবেন।’
দিলদার আহমেদ বলেন, ‘আপন জুয়েলার্স ৪০ বছরের প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের মাধ্যমে দুই লাখ মানুষের সংসার চলে। আমাদের অবৈধ কোনও কিছু নেই। সব কিছুরই বৈধ কাগজপত্র আছে। সেগুলো জমা দেওয়াটা সময়ের ব্যাপার। গত পাঁচ বছর ধরে দেশে কোনও সোনা আমদানি হয়নি। রিসাইকেলিং করেই এই গোল্ডগুলো বানানো হয়। আমি যেভাবে ব্যবসা করি, সারাদেশের জুয়েলার্স মালিকরা একইভাবে ব্যবসা করেন। তাই আপন জুয়েলার্স যদি বন্ধ করা হয় তাহলে সারাদেশের জুয়েলার্সও বন্ধ করতে হবে।’
তিনি বলেন, ‘শুল্ক গোয়েন্দারা যেসব কাগজপত্র চেয়েছেন আমরা তা জমা দেবো। তবে আমাদের কাছে কোনও অবৈধ মালামাল নেই। শুল্ক গোয়েন্দারা তাদের কাজ করছেন। তারা আমাদের কাছে যেসব ডকুমেন্টস চেয়েছেন, আমরা সেগুলো জমা দেওয়ার জন্য পনেরো দিন সময় চেয়েছি। আমরা পেপার্স শো করবো। একইসঙ্গে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
সোনা ব্যবসার নেপথ্যে যে অস্বচ্ছতা আছে আপনি কি সেটা স্বীকার করেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বাংলাদেশ জুয়েলার্স সমিতির সেক্রেটারি ছিলাম। তখন অনেকবার বলা হয়েছিল ব্যবসায়ীদের একটা নীতিমালা করার জন্য। কিন্তু আমরা সেটা করতে পারিনি । ব্যবসায় একটা নীতিমালা থাকা উচিত। কারণ এখানে কিন্তু জবাবদিহিতার একটা প্রশ্ন থাকে।’
গত ১৪ ও ১৫মে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ রাজধানীতে আপন জুয়েলার্সের সবকটি শাখায় অভিযান চালায়। এসময় সাড়ে ১৩ মন স্বর্ণালংকার ও ৪২৭ গ্রাম ডায়মন্ড আটক করা হয়। তাৎক্ষণিকভাবে এসবের কোনও কাগজপত্র দেখাতে পারেনি আপন জুয়েলার্স। ওই সময় শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ ১৭মে আপন জুয়েলার্সের মালিকপক্ষকে শুনানিতে অংশ নিতে বলে। নির্দেশনা অনুযায়ী আজ বুধবার আপন জুয়েলার্সের তিন মালিক দিলদার আহমেদ, আজাদ আহমেদ ও গুলজার আহমেদ বেলা ১১ টায় কাকরাইলের শুল্ক গোয়েন্দা কার্যালয় আসেন। দিনব্যাপী তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান তাদের জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
শুনানিতে অংশ নিয়ে আপন জুয়েলার্সের মালিকরা কাগজপত্র দাখিলের জন্য ১৫ দিন সময় চান। তাদের কাগজপত্র বিভিন্ন শাখার লকারে রয়েছে বলেও তারা জানান। এরপর শুল্ক কর্তৃপক্ষ ১৮মে বেলা দুটায় লকার খুলে রশিদ সংগ্রহ এবং ২৩মে শুনানিতে অংশ নেওয়ার জন্য আপন জুয়েলার্সের মালিকদের নির্দেশ দেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন