দেশবাসীর কাছে দোয়া চাইলেন মুশফিক

২০১৫ সালটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি স্মরণীয় বছর। বাঘা বাঘা দলকে নাস্তানাবুদ করে ঘরের মাঠে আধিপত্য দেখিয়েছিলেন টাইগাররা। সেই ধারাবাহিকতা চলছে এ বছরও। গত বছর বাংলাদেশ দলের সেই সাফল্যে অনন্য অবদান ছিল মুশফিকুর রহিমের।
কিন্তু ২০১৬ সালের শুরুর দিকটা তার ভালো যাচ্ছে না মুশফিকের। ব্যাট হাতে কিছুটা নিস্প্রভ তিনি। ক্রিকেটে অবশ্য খারাপ সময় বলে একটি কথা আছে। অনেক গ্রেট ক্রিকেটাররাও তো বাজে সময় পার করেছেন। আবার তারা ফিরেছেন দুর্দাণ্ড প্রতাপের সঙ্গেই। সম্প্রতি ফর্মহীনতায় ভুগতে থাকা মুশফিকের ক্ষেত্রেও এমনটাই ঘটুক, ভক্তদের কামনা এমনই।
আজ বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই টাইগারদের সামনে রয়েছে এশিয়া কাপের ফাইনালে ওঠার হাতছানি। পাকিস্তানের বিপক্ষে তাই নিজের সেরাটা ঢেলে দিতে মুখিয়ে রয়েছেন মুশফিক। তার জন্য ভক্তদের কাছে দোয়া চাইলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
শুধু নিজের জন্য নয়, গোটা দলের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছেন মুশফিক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে বাংলাদেশের তারকা উইকেটরক্ষক লিখেছেন এভাবে, ‘একটি জয়ই আমাদের নিয়ে যাবে এশিয়া কাপের ফাইনালে! দোয়া করবেন বাংলাদেশ দলের জন্য।’
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন