দেশবিরোধী ষড়যন্ত্রে নাসিরনগরে হামলা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবেই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘এগুলি সবগুলি ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রগুলোর ভিকটিম হচ্ছে বাংলাদেশ। এখনো তদন্ত চলছে। তদন্ত কমপ্লিট হোক, তারপর যারা যারা এই ঘটনার জন্য দায়ী হবে বা দোষী সাব্যস্ত হবে, কিংবা তদন্তে যাদের নাম চলে আসবে, তাদের ব্যবস্থা আমরা অবশ্যই করব।’
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিমা ভাঙচুর ও সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে তিনটি তদন্তদল। এসব ঘটনায় এরই মধ্যে চারটি মামলা হয়েছে। সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হয়েছে প্রায় ৮০ জন। এই ঘটনাকেই দেশবিরোধী ষড়যন্ত্র হিসেবে দেখছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
উত্তর প্রদেশে মাদ্রাসা চালু রাখতে বাধা কেটে গেল
ভারতের উত্তর প্রদেশে ২০০৪ সালে তৎকালীন রাজ্য সরকারের তৈরি মাদ্রাসাবিস্তারিত পড়ুন
সোহরাওয়ার্দী উদ্যানের পাশে মাজারে হামলা, দানবাক্স উধাও
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের পাশের হয়রত হাজী খাজা শাহবাজ (রাহ:) এরবিস্তারিত পড়ুন
সরকারি চাকরিজীবীদের জন্য ৯ নির্দেশনা
রাজনৈতিক পট পরিবর্তনের পর সরকারি কর্মচারীদের বিব্রতকর পরিস্থিতি এড়াতে সতর্কবিস্তারিত পড়ুন