বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দেশব্যাপী ছাত্রদলের মিছিল : আহত ৩০, গ্রেপ্তার ১

বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তবে মিছিলে ছাত্রলীগ ও পুলিশের হামলায় ৩০ জনের অধিক নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ করেছে ছাত্রদল। এ সময় পুলিশ একজনকে গ্রেপ্তার করে বলেও দাবি করেছে বিএনপির সহযোগী এই সংগঠনটি।

সোমবার রাতে গণমাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের উদ্যোগে শাহবাগ থেকে বিশ্ববিদ্যালয় অভিমুখে একটি বিক্ষোভ মিছিল হয়েছে। ঢাবি ছাত্রদল সভাপতি আল মেহেদী তালুকদার এবং সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী মিছিলে নেতৃত্ব দেন। এতে আরও উপস্থিত ছিলেন- ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-সম্পাদক মিয়া মো. রাসেল, মিজানুর রহমান সোহাগ, মেহবুব মাসুম শান্ত, বিএম নাজিম মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ ফারুকী হিরা, পাঠাগার সম্পাদক মেহেদী হাসান, স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান প্রমুখ।

মিছিল চলাকালে ছাত্রলীগ ও পুলিশের হামলায় ছাত্রদলের ৩০ জনের অধিক নেতাকর্মী আহত হয়। এদের মধ্যে মিজানুর রহমান সোহাগ, মেহেদী হাসান, আরাফাত বিল্লাহ খান, ঢাবির কবি জসিম উদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক নিজাম উদ্দিন রিপন গুরুতর আহত হয়। এ সময় ঢাবির যুগ্ম-সম্পাদক তানজীল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের উদ্যোগে রায় সাহেব বাজার থেকে নবাব টিপু সুলতান রোড পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়েছে। এতে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক ইফতেখারুজ্জামান শিমুল, জবির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আসিফুর রহমান বিপ্লব প্রমুখ।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের উদ্যোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়েছে। এতে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সহ-সভাপতি জয়দেব জয়, পূর্বের সভাপতি খন্দকার এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মানিক, সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন প্রমুখ।

পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড় থেকে ধোলাই খাল পর্যন্ত মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে সভাপতি জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক এম এ গাফফারসহ দক্ষিণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রদলের বিক্ষোভ মিছিল কুড়িল ফ্লাইওভার থেকে শুরু হয়ে যমুনা ফিউচার পার্কে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন- উত্তরের সভাপতি মিজানুর রহমান রাজ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক রাসেল বাবু প্রমুখ।

এছাড়া ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক শাফায়েত রাবিব আরাফাতের নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিলে হয়েছে।

এলিফ্যান্ট রোডে অনুষ্ঠিত হয়েছে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের বিক্ষোভ মিছিল। এতে কলেজ শাখার সভাপতি কাজী মাসুদ করিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সজীব, সিনিয়র সহ-সভাপতি এইচ এম রাশেদ, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে পুরান ঢাকার ধোলাই খাল থেকে রায় সাহেব মোড় পর্যন্ত মিছিল হয়েছে। এতে উপস্থিত ছিলেন- কলেজের সভাপতি দেলোয়ার হোসেন রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, যুগ্ম-সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান পলাশ প্রমুখ।

এদিকে রাজধানীর পান্থপথে মিছিল করেছে তেজগাঁও কলেজ শাখা ছাত্রদল। এছাড়া সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মিরপুরে মিছিল হয়েছে। এতে সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আবুল হাসান টিটুসহ কলেজের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজধানীর মৌচাকে বিক্ষোভ মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এতে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুক্তাদির হোসেন তরু, সিনিয়র সহ-সভাপতি মো. বায়েজীদ প্রধান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার পিয়াস, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম অপু প্রমুখ।

তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। গুলশান-২ নম্বর থেকে মিছিলটি শুরু হয়ে বারিধারা ব্রিজ পর্যন্ত প্রদক্ষিণ করে। কলেজ শাখা ছাত্রদল সভাপতি তসলিম আহসান মাসুম ও সাধারণ সম্পাদক আমিনুল হক হিমেলের নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন- ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, তিতুমীর কলেজের সিনিয়র সহ-সভাপতি নুর আলম রাসেল, প্রথম যুগ্ম-সম্পাদক শাহদাত হোসেন প্রমুখ।

সকালে পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদল। মিছিলটি বাকৃবি ইয়াছিন মার্কেট সংলগ্ন এলাকা হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জসিম জদ্দিন জনি, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন সুজন প্রমুখ।

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ হারুন এবং সাধারণ সম্পাদক মাহাবুব আলম মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে। এছাড়া বিক্ষোভ মিছিল করেছে নেত্রকোনা জেলা ছাত্রদল।

যশোর জেলা ছাত্রদলের উদ্যোগে সকালে শহরের বড়বাজারে বিক্ষোভ মিছিল হয়েছে। এতে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি রবিউল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল প্রমুখ।

গাজীপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে টঙ্গীতে বিক্ষোভ মিছিল হয়েছে। এছাড়া গাজীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে হয়েছে আরেকটি মিছিল। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর নেতৃত্বেও বিক্ষোভ মিছিল হয়েছে।

এছাড়া ময়মনসিংহ ও ফরিদপুর জেলা, বরিশাল জেলা ও মহানগর, নারায়ণগঞ্জ জেলা, সিলেট জেলা ও মহানগর, কিশোরগঞ্জ ও চাঁদপুর জেলা, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা দক্ষিণ জেলাসহ দেশের বিভিন্ন জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল