দেশীয় বিনোদনে পাঁচ আলোচিত ঘটনা
আজ ২০১৬ সালের শেষ দিন। বছরটি জুড়েই দেশীয় বিনোদনের দুনিয়ায় ছিল নানা ধরনের আলোচনা। শুধু আলোচনা নয়, তর্কবিতর্কে জড়িয়ে পড়েছিলেন ভক্ত-দর্শক, অর্থাৎ সাধারণ মানুষ। বিনোদন জগতের সে রকম আলোচিত ঘটনা নিয়েই এই আয়োজন।
এক
প্রথমেই বলা যায়, ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাসের কথা। বছরের শেষে এসেও খোঁজ মেলেনি তাঁর। মার্চে পরিচালক মোস্তফা কামাল রাজের ‘সম্রাট’ ছবির শুটিংয়ে শেষ দেখা গিয়েছিল এই জনপ্রিয় নায়িকাকে। এর পর থেকেই তিনি নিখোঁজ। বছরজুড়ে সিনেপাড়ার কেউ তাঁর হদিস দিতে পারেননি। শুরু থেকেই শোনা গিয়েছিল, সিনেমাকে বিদায় জানিয়ে পরিবারের সবাইকে নিয়ে ভারতে চলে গেছেন অপু।
তিন বছর আগে রাজধানীর গুলশানের নিকেতনে ‘এপিএস লেডিস ফিটনেস ক্লাব’ নামে একটি জিম চালু করেছিলেন অপু বিশ্বাস। গত ৩১ মে থেকে কোনো ধরনের ঘোষণা ছাড়াই সেই জিম বন্ধ রয়েছে।
অপুর ঘনিষ্ঠজনরা মনে করেন, চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে মনোমালিন্য হওয়াতেই সিনেমার প্রতি অভিমান করেছেন অপু। চলচ্চিত্রে ক্যারিয়ারের শুরু থেকেই শাকিবের নায়িকা হিসেবেই ঢালিউডে আলোচনায় ছিলেন অপু। অপু অভিনীত বেশিরভাগ সিনেমার নায়ক ছিলেন শাকিব খান। কিন্তু শাকিব বর্তমানে অন্য নায়িকাদের নিয়েই বেশি কাজ করছেন।
অপুর খবর জানতে মুখোমুখি হয়েছিলাম শাকিব খানের। ঢালিউডের কিং খান খ্যাত শাকিব বলেছিলেন, ‘অপু শারীরিকভাবে কমফোর্ট ফিল করলেই আবার সিনেমায় ফিরবে। ওর ফিটনেস, ফিজিক ঠিক হয়ে গেলেই আমরা আবার পর্দায় জুটি বাঁধব।’
দুই
বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে, সামাজিক যোগাযোগমাধ্যমে ২০১৬-এ সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন হিরো আলম। ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে আলমের ভিডিও ও ছবি। সার্চ ইঞ্জিন গুগলে এ বছর বলিউড অভিনেতা সালমানের চেয়েও বেশিবার খোঁজা হয়েছে হিরো আলমকে। তাঁকে নিয়ে আলোচনার তুঙ্গে ছিল ভারতীয় গণমাধ্যমও। জিনিউজ, ডেইলি ভাস্করসহ ইংরেজি, হিন্দি ভাষার বেশ কয়েকটি সংবাদমাধ্যমে হিরো আলমকে নিয়ে খবর ছাপা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় হিরো আলমের আসল নাম আশরাফুল আলম সাইদ। সিডি বিক্রি করতেন। সেটা বেশ আগের ঘটনা। সিডি যখন চলছিল না, তখনই মাথায় আসে কেবল নেটওয়ার্ক ব্যবসার কথা। ভাবলেন, নিজ গ্রামেই সেটা করবেন এবং করে ফেললেন। বগুড়ার এরুলিয়া ইউনিয়নের এরুলিয়া গ্রামেই শুরু হয় আলমের ডিশ ব্যবসা। সিডি বিক্রি থেকে আলম ডিশ ব্যবসায় হাত দিয়ে সফলতা অর্জন করেন।
সিডির ব্যবসা করতে গিয়ে ক্যাসেটে দেখতেন মডেলদের ছবি। সেই থেকে মাথায় ঢোকে মডেল হওয়ার। ২০০৮ সালেই করে ফেলেন একটা গানের সঙ্গে মডেলিং। সেটাই ছিল শুরু। এর পরে সেসব ডিশ লাইনে নিজস্ব চ্যানেলে তিনি তাঁর ভিডিও প্রচার করেন। বিভিন্ন জনপ্রিয় গানের সঙ্গে নায়িকাসহ অভিনয় করেন আলম। পরে ভিডিও ইউটিউবে প্রকাশ করা হলে আলোচনায় চলে আসেন হিরো আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার পর বেশ কয়েকটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এবং বিজ্ঞাপনেও দেখা গেছে তাঁকে।
আলম বলেন, ‘আমার মডেল হওয়ার ইচ্ছে ছিল আগে। যখন সিডি বিক্রি করতাম। আমি জানি না, এসব ইচ্ছে পূরণ হয় কি না, তবে লেগে ছিলাম। হয়েছে। অনেকে বলে, বাজে হয়েছে; আমি কান দিই না। অনেকে আবার বলে, ভালোই হয়েছে। আমি গ্রামের ছেলে, মন যা চায় করি। মানুষের কথায় কান দেওয়ার ইচ্ছে নেই।’
তিন
ব্রেস্ট ক্যানসার সচেতনতায় একটি বিজ্ঞাপনে মডেল ও অভিনেত্রী নায়লা নাইমের ‘দেখবেন, ধরবেন, চেক করবেন’ ঘিরে ঝড় ওঠে বাংলাদেশের মিডিয়াপাড়ায়। অনেকেই বলেছেন, সচেতনতার নামে নায়লার স্বভাবসুলভ শরীর প্রদর্শনেরই আরেকটি প্রকাশ ছিল বিজ্ঞাপনটি।
চার
গল্প চুরির কারণে বাতিল হয়েছে ‘বৃহন্নলা’ ছবির জাতীয় পুরস্কার। ২০১৪ সালের শ্রেষ্ঠ সিনেমা, শ্রেষ্ঠ কাহিনী ও শ্রেষ্ঠ সংলাপের পুরস্কার জিতে ছিল মুরাদ পারভেজের ছবিটি। কলকাতার সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের ‘গাছটা বলেছিল’ গল্প অবলম্বনে ছবিটি তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছিল লেখকের পরিবারের পক্ষ থেকে। পরে গল্প চুরির বিষয়টি প্রমাণিত হওয়ায়, বাতিল হয় পুরস্কার।
পাঁচ
এ বছরই ভেঙে যায় মডেল-অভিনেত্রী সারিকার ঘর। ২০১৪ সালের আগস্টে ঘর বেঁধেছিলেন মিষ্টি মেয়ে সারিকা, ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে। এক বছরের মাথায় সারিকার কোলজুড়ে এসেছিল কন্যাসন্তান। কেন ভাঙল ঘর? সারিকার জবাব, ‘যা হয়েছে ভালো হয়েছে। আমি কাউকে দায়ী করতে চাই না। আমি এখন ভালো আছি। আমার মেয়েও ভালো আছে। কাজ করছি। সামনের দিকে তাকাতে চাই।’
এ পাঁচটি ঘটনা ছাড়াও বছরজুড়ে আলোচনায় ছিল ভিনদেশি সংস্কৃতির আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ, অভিনেত্রী রোকেয়া প্রাচীর সঙ্গে প্রসূন আজাদের মধ্যে ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিতর্ক, ফোক ফেস্টে আবদুল কুদ্দুস বয়াতির পারফরম্যান্সের সময় মাইক্রোফোন বন্ধ করে দেওয়া বিতর্ক।
তবে এসব বিতর্ক ছাড়াও দেশীয় বিনোদনের আরো অনেক ঘটনাই ছিল, যাতে বিনোদিত হয়েছেন সাধারণ দর্শক।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন