দেশের ইতিহাসে স্বর্ণের দামে আগের সব রেকর্ড ছাড়ালো

দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এবার সর্বোচ্চ ২,০৯৯ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন করে দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৪৪,৮৯০ টাকা। স্বর্ণের এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে গত বছরের ৩০ অক্টোবর দেশের ইতিহাসে সর্বোচ্চ ১ লাখ ৪৩,৫২৬ টাকা নির্ধারণ করা হয়েছিল স্বর্ণের দাম। এরপর কয়েক দফায় স্বর্ণের দাম ওঠানামা করছিল। যা সর্বেশেষ ছিল ১ লাখ ৪২,৭৯১ টাকা।
শনিবার (১ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রবিবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।
এর আগে গত জানুয়ারি মাসে তিনবার বেড়েছিল স্বর্ণের দাম। সর্বশেষ ২৯ জানুয়ারি বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। সে অনুযায়ী শনিবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ এক লাখ ৪২,৭৯১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৩৬,৩০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১৬,৮২৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৯৬,০১৮ টাকায় বিক্রি হয়েছে।
এদিকে দাম বাড়ানোর ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৪৪,৮৯০ টাকায়। প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণ ১ লাখ ৩৮,৩০০ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ ১ লাখ ১৮,৫৪১ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন–পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৯৭,৪৭৬ টাকা।
স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী— ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২,৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২,৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২,১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১,৫৮৬ টাকা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন