‘দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অপরিসীম’
সংযুক্ত আরব আমিরাতের উত্তর আমিরাত প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম সমিতির ২০১৬ সালের কার্যকরী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত বৃহস্পতিবার রাতে শারজাহ এশিয়ান প্যালেসের হল রুমে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আরশাদ হোসেন হীরুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সাংসদ এবিএম ফজলুল করিম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অপরিসীম। প্রবাসে চট্টগ্রাম সমিতির মাধ্যমে পরস্পরের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে প্রবাসীদের কল্যাণে কাজ করতে হবে। প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মের কাছে চট্টগ্রামের ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরার ওপরও গুরুত্ব দিতে হভে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুবাই কন্সুলেটের ভারপ্রাপ্ত কন্সাল জেনারেন ডক্টর এ কে এম রফিক আহমদ বলেন, “চট্টগ্রাম সমিতির মাধ্যমে আমিরাত প্রবাসীদের স্থানীয় আইন কানুনের ওপর জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মকাণ্ড হাতে নেয়া যেতে পারে।”
সংগঠনের সাধরণ সম্পাদক মুহাম্মদ ওসমানের পরিচালনায় এসময় আরও বক্তব্য দেন, দুবাই কনস্যুলেটের কাউন্সিলর (লেবার) এএসএম জাকির হোসেন, সমিতির উপদেষ্টা প্রকৌশলী আবু জাফর, কমিউনিটি নেতা ইফতেখার হোসেন বাবুল প্রমুখ। পরে চট্টগ্রামের কালজয়ী গান পরিবেশনার মাধ্যমে মঞ্চ মাতিয়ে রাখেন স্থানীয় শিল্পীরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
যে কারনে যুক্তরাজ্য বিএনপির সম্মেলন স্থগিত
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে মাত্র এক সপ্তাহের নোটিশে যুক্তরাজ্য বিএনপিরবিস্তারিত পড়ুন
ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বাড়ছে চাপ !
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত বিভিন্ন দেশে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের ফিরিয়েবিস্তারিত পড়ুন
বাংলাদেশ থেকে তিন হাজার শ্রমিক নেবে সৌদি আরব
চলতি বছরের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার প্রায় ৩ হাজারবিস্তারিত পড়ুন