দেশের জন্য ক্ষতিকর সংবাদ প্রকাশ করবেন না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যে সংবাদ পরিবেশন করলে দেশের ক্ষতি হয়, এমন সংবাদ প্রকাশ না করতে।
জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আজ সোমবার বিকেলে বৃহত্তর ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় আরো বক্তব্য দেন- সংসদ সদস্য এ্যাডভোকেট সানজিদা খানম, বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের আহ্বায়ক ফরিদ হোসেন, সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমুখ।
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশের ক্ষতি হয় এমন সংবাদ পরিবেশন করবেন না। বিষয়টি আপনাদের বিবেচনার কাছে রেখে গেলাম। অবিবেচিত সংবাদ পরিবেশনে অনেক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছে উল্লেখ করে এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে বিনয়ের সাথে অনুরোধ জানান তিনি।
তিনি বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী। যারা এমন প্রচেষ্টা করছে তারা কারা? এদেরকে চিহ্নিত করতে গেলে দেখবেন ৭৫ পরবর্তী সময়ে যারা রগকাটা রাজনীতি প্রবর্তন করেছে, তারাই পরবর্তী সময়ে জেএমবি, আনসারুল্লা বাংলাটিম, হুজি বিভিন্ন নামে আত্মপ্রকাশ করেছে। এসব জঙ্গিদের শেকড়ে টান দিলেই দেখা যায়, এদের আশ্রয়-প্রশ্রয়দাতা, মাস্টারমাইন্ডের ঠিকানা একই। এরা বিদেশি কোন টেরোরিস্ট না, হোম গ্রোন জঙ্গি।’
তিনি আরো বলেন, অনেক দেশের রাষ্ট্রদূত আমার সঙ্গে সাক্ষাত করেছেন। তাদেরকে আমি স্পষ্ট করে বলে দেই, এখানে বিদেশি টেরোরিস্ট বা আইএস বলতে কিছু নেই, এরা লোকাল সন্ত্রাসী। দেশের এগিয়ে যাওয়া রোধ করতে এবং যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্ত করতে দেশীয় সন্ত্রাসীরা এসব কর্মকাণ্ড চালাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন