দেশের জন্য ক্ষতিকর সংবাদ প্রকাশ করবেন না : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যে সংবাদ পরিবেশন করলে দেশের ক্ষতি হয়, এমন সংবাদ প্রকাশ না করতে।
জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আজ সোমবার বিকেলে বৃহত্তর ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় আরো বক্তব্য দেন- সংসদ সদস্য এ্যাডভোকেট সানজিদা খানম, বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের আহ্বায়ক ফরিদ হোসেন, সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমুখ।
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশের ক্ষতি হয় এমন সংবাদ পরিবেশন করবেন না। বিষয়টি আপনাদের বিবেচনার কাছে রেখে গেলাম। অবিবেচিত সংবাদ পরিবেশনে অনেক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছে উল্লেখ করে এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে বিনয়ের সাথে অনুরোধ জানান তিনি।
তিনি বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী। যারা এমন প্রচেষ্টা করছে তারা কারা? এদেরকে চিহ্নিত করতে গেলে দেখবেন ৭৫ পরবর্তী সময়ে যারা রগকাটা রাজনীতি প্রবর্তন করেছে, তারাই পরবর্তী সময়ে জেএমবি, আনসারুল্লা বাংলাটিম, হুজি বিভিন্ন নামে আত্মপ্রকাশ করেছে। এসব জঙ্গিদের শেকড়ে টান দিলেই দেখা যায়, এদের আশ্রয়-প্রশ্রয়দাতা, মাস্টারমাইন্ডের ঠিকানা একই। এরা বিদেশি কোন টেরোরিস্ট না, হোম গ্রোন জঙ্গি।’
তিনি আরো বলেন, অনেক দেশের রাষ্ট্রদূত আমার সঙ্গে সাক্ষাত করেছেন। তাদেরকে আমি স্পষ্ট করে বলে দেই, এখানে বিদেশি টেরোরিস্ট বা আইএস বলতে কিছু নেই, এরা লোকাল সন্ত্রাসী। দেশের এগিয়ে যাওয়া রোধ করতে এবং যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্ত করতে দেশীয় সন্ত্রাসীরা এসব কর্মকাণ্ড চালাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন
যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন