শনিবার, মে ১০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

”দেশের প্রতিটি মহাসড়ক এখন চলাচলের উপযোগী”

দেশের প্রতিটি মহাসড়ক এখন চলার উপযুক্ত রয়েছে বলে দাবি করেছেন সেতু ও সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়ক প্রশস্তকরণ কাজ (চার লেনে রূপান্তর) ও মহাসড়কে ডিভাইডারের উদ্বোধনকালে এ দাবি করেন তিনি। সেতুমন্ত্রী বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে দেশের সড়কগুলোতে যানজট হবে না। দেশের প্রতিটি মহাসড়ক এখন চলাচলের উপযোগী করা হয়েছে। তবে গত কিছুদিনের টানা বৃষ্টির কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হয়। কিছু ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করা হয়েছে ও মেরামতের কাজ চলছে।

মন্ত্রী আরও বলেন, শুধু বৃষ্টিতেই সড়ক নষ্ট হয় না। কাজের মান খারাপ হলে বৃষ্টিতে সড়কের বেশি ক্ষতি হয়। যেখানে বৃষ্টিতে সড়ক বেশি নষ্ট হয়েছে তা তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

বাস-ট্রেনের টিকিট প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, দেশের বাস, ট্রেনসহ কোথাও ভিআইপিদের জন্য আলাদা ব্যবস্থার প্রয়োজন নেই। পার্শ্ববর্তী ভারতসহ সার্কভুক্ত কোনো দেশে ভিআইপিদের জন্য আলাদা ব্যবস্থা নেই। ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থার কারণে সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে পড়তে হয়। সাধারণ মানুষের সঙ্গে তারাও সংশ্লিষ্ট বিভাগের টিকিট সংগ্রহ করবেন।

ওবায়দুল কাদের বলেন, দেশের কোনো মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে পারবে না। তিনি সড়ক মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি উঠলেই পুলিশসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের ব্যবস্থা গ্রহণ করতে আহ্বান জানান।

সেতুমন্ত্রী আজ সয়দাবাদ থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের নলকা পর্যন্ত ৪টি পয়েন্টে সড়ক প্রশস্তকরণ কাজ ও নির্মিত ডিভাইডার পরিদর্শন করেন। মন্ত্রীর সঙ্গে সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কামারুজ্জামান, সড়ক ও জনপথ বিভাগের ময়মনসিংহ অঞ্চলের প্রধান প্রকৌশলী শাহবুদ্দিন, সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেন, জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, কে এম হোসেন আলীসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী সাংবাদিকদের বলেন, ঈদকে সামনে রেখে গাজীপুর উপজেলার চন্দ্রা মোড় থেকে সিরাজগঞ্জ পর্যন্ত মহাসড়কটি বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। এ ছাড়াও ঢাকার সায়েদাবাদ ও আবদুল্লাহপুর মোড়ে বর্তমানে বেশি যানজট হচ্ছে। এই দুটি পয়েন্টে যানজট এড়াতে পুলিশসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে দ্রুত সমাধান করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ