রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘দেশের প্রায় সব প্রেক্ষাগৃহের পরিবেশ ঠিক করাটা অতীব জরুরী হয়ে পড়েছে’

নতুন বছরের তিন মাস শেষ হতে চললেও নতুন কোনো ছবির কাজে এখনও ক্যামেরার সামনে দাঁড়াননি নায়িকা ববি। দুইদিন আগে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন তিনি। এবার শুরু হতে যাচ্ছে তার নতুন মিশন। ‘বিজলী’ নামে নতুন একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করছেন তিনি। ববিকে এ পর্যন্ত তার অভিনীত মুক্তি পাওয়া প্রত্যেকটি ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখেছেন দর্শকরা।

আর এ ছবিতে তাকে প্রথমবারের মতো ‘সুপারওম্যান’ চরিত্রে অভিনয় করতে দেখবেন। ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। এখানে ববির বিপরীতে নায়ক হিসেবে থাকবেন কলকাতার মডেল-অভিনেতা রণবীর। ছবিটি প্রসঙ্গে ববি মানবজমিনকে বলেন, এপ্রিলের শুরুতে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ছবির কলাকুশলীসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত ঘোষণা দেব। এরপর ১০ই এপ্রিল থেকে শুটিং শুরু করার ইচ্ছে রয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছবির বেশকিছু অংশের কাজ শেষে ভারত ও থাইল্যান্ডে বাকি কাজ হবে। অনেকদিন ধরেই এ ছবির প্রস্তুতি নিচ্ছিলাম। এজন্য নতুন কোনো ছবিতে কাজ করা হয়ে ওঠেনি।

‘সুপারওম্যান’-এর চরিত্রে হাজির হব এবার। ভিএফএক্সসহ এ ছবিতে এ্যানিমেশনের কাজও থাকবে। অনেক ব্যয়বহুল একটি ছবি নির্মাণ হতে যাচ্ছে। আশা করছি, দর্শকরা এটি গ্রহণ করবেন। একসময়ের ব্যস্ত নাট্যাভিনেত্রী ববির চলচ্চিত্রে পথচলা শুরু হয়েছিলো ইফতেখার চৌধুরীর পরিচালনায় ২০০৯ সালে ‘খোঁজ দ্য সার্চ’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে। তারপর ‘দেহরক্ষী’, ‘ওয়ান ওয়ে’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘রাজত্ব’,‘আই ডোন্ট কেয়ার’, ‘অ্যাকশন জেসমিন’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। এসবের মধ্যে কয়েকটি ছবি ব্যবসায়িক সফলতাও পায়। গত বছরের শেষদিকে ববি ‘মালটা’ নামে আরেকটি ছবির কাজ শেষ করেছেন।

এ ছবিটিও পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। তবে বর্তমানে ‘বিজলী’ ছবিটি নিয়েই কথা বলতে আগ্রহী এই অভিনেত্রী। ববি ছবিটি নিয়ে আরও বলেন, ছোটবেলা থেকেই বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক চলচ্চিত্র আমার বেশ প্রিয়। হলিউড-বলিউডের সায়েন্স ফিকশন ছবিগুলো নিয়মিত দেখা হয়। গল্পের প্রয়োজনেই ভারতের বেশ কয়েকজন অভিনয়শিল্পীর সঙ্গে আমার কথা হয়েছে। এরমধ্যে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী শতাব্দী রায়। এক সপ্তাহের মধ্যে ছবির অন্য চরিত্রগুলোও চুড়ান্ত করা হবে। বাংলা ছবির বর্তমান এই বাজারে এত ব্যয়বহুল ছবি দর্শক কি গ্রহণ করবেন? এমন প্রশ্নের জবাবে ববির সোজা উত্তর, ভালো ছবি দর্শককে উপহার দিতে হলে খরচ তো করতেই হবে।

তবে শুধু প্রযোজক বা পরিচালক ভালো ছবি উপহার দিলেই দর্শক প্রেক্ষাগৃহে ফিরে আসবে এটা ভাবাটা আমাদের ঠিক না। একজন অভিনয়শিল্পী, প্রযোজক কিংবা পরিচালকের ভালো ছবি উপহার দেয়ার পাশাপাশি হল মালিকদেরও প্রেক্ষাগৃহের পরিবেশটা ঠিক করতে হবে। এটা তাদের জরুরী দায়িত্ব। ঈদ ছাড়া অন্য সময় এজন্য ছবিগুলো ব্যবসা করছে না। আমাদের দেশের প্রায় সব প্রেক্ষাগৃহের পরিবেশ ঠিক করাটা অতীব জরুরী হয়ে পড়েছে। ববি আরও বলেন, সারা পৃথিবীতে ভিডিও পাইরেসি রয়েছে। তারপরও সিনেমাপ্রেমী মানুষরা প্রেক্ষাগৃহে এসে ঠিকই ছবি দেখছেন। প্রেক্ষাগৃহের পরিবেশ ভালো হলে দর্শক অবশ্যই ভালো ছবি দেখতে আসবেন। এদিকে ববি এরইমধ্যে নতুন কিছু ছবির প্রস্তাব পেয়েছিলেন। তবে সেসবে চুক্তিবদ্ধ হননি ‘বিজলী’ ছবিটিতে পরিপূর্ণ মনোযোগ দেবেন বলে। শতাব্দী রায়, ববি ও বাংলাদেশের ছবিতে প্রথমবার অভিনয় করতে যাওয়া কলকাতার অভিনেতা রণবীরসহ বেশ কয়েকজন পরিচিত মুখ নিয়েই শুরু হচ্ছে ‘বিজলী’র কাজ। জানা যায়, কাজ শেষে এ বছরেই মুক্তি পাবে ছবিটি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন