‘দেশের মানুষ একটা অস্থির-শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে বাস করছে’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ একটা অস্থির-শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে বাস করছে। মানুষ তাদের সকল অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ভোটের অধিকার নেই, কথা বলার অধিকার নেই, সংগঠিত হবার অধিকার নেই্, সভা করার অধিকার নেই।
আজ রবিবার বিকালে রাজধানীতে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার কারাদণ্ড ও সম্পত্তি ক্রোকের প্রতিবাদে মহানগর বিএনপির উদ্যোগে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সমাবেশ হয়।
মির্জা ফখরুল বলেন, অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশে যাতে গণতন্ত্র না থাকে, দেশে যাতে বিরোধী দল না থাকে, যাতে ভিন্নমত না থাকে সেজন্য সরকার কাজ করে চলেছে।
মির্জা ফখরুল বলেন, আমরা সমঝোতা চাই, সংলাপ চাই। সংলাপের মধ্য দিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের সঠিক পথ বের করতে চাই। আমাদের এই আহ্বানকে আপনারা দুর্বলতা মনে করবেন না।
তিনি বলেন, আমরা যেহেতু শান্তির রাজনীতিতে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তাই বার বার আমরা সংলাপের কথা বলছি- এটা আমাদের দুর্বলতা মনে করবেন না।
বিএনপি মহাসচিব বলেন, ৫০ টাকার নিচে চাল নেই। প্রতিটি জিনিসের দাম আকাশচুম্বি হয়েছে। অথচ সেদিকে সরকারের কোনো খেয়াল নেই। ১০ টাকা কেজির চাল সমস্ত সরকারি দলের লোকজন নিয়ে চলে যাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন