দেশের সব অঞ্চলকে উন্নত করতে হবে: প্রধানমন্ত্রী
আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সব অঞ্চলে একযোগে উন্নয়ন করতে হবে। আর সে লক্ষ্যে সরকারি ও বেসরকারি উভয়পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে। আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চতুর্থ বৈঠকে এ আহ্বান জানান তিনি। বেজা পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন।
শেখ হাসিনা বলেন, দেশের সার্বিক উন্নয়নই তার সরকারের মূল লক্ষ্য। শিল্প উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিতে সরকারি-বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর প্রধানমন্ত্রীল প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে তিনি আরও বলেন, দেশের যে অঞ্চলে যে পণ্য ভালো উৎপাদিত হবে, সেখানে সে পণ্য উৎপাদন করতে হবে। দেশের সার্বিক উন্নয়নেরে জন্য ১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরি করার পূর্ব ঘোষণা পূনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, এর বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। দেশের উন্নয়নে আঞ্চলিক সহযোগিতার ওপরও জোর দেন তিনি।
বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, বিনিযোগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান সৈয়দ আবদুস সামাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ এবং সংশ্লিষ্ট দফতরের মুখ্য সচিবরা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন