দেশে আসছেন খালেদা: এয়ারপোর্ট এলাকায় নেতাকর্মীদের ভীড়
দীর্ঘদিন পরিবারের সাথে লন্ডনে সময় কাটনোর পর আজ দেশে ফিরছেন বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া।বিকাল ৫টায় এমিরাটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধানকে স্বাগত জানাতে দলের হাজার হাজার নেতাকর্মী এয়ারপোর্টে এলাকায় ভীড় জমিয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লা আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনসহ একাধিক নেতাকর্মী বর্তমানে এয়ারপোর্ট এলাকায় উপস্থিত রয়েছেন। এসব নেতাদের বিমান বন্দরে প্রবেশ করতে বাধা দিচ্ছেন দায়িত্বরত আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
এছাড়াও ওই এলাকার বিভিন্ন স্থানে সকাল থেকেই বিএনপিসহ-এর অঙ্গ ও সহযোগী দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।
এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এয়ারপোর্ট এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এয়ারপোর্টের মুল গেটে জলকামানও দেখা গেছে।
এর আগে স্থানীয় সময় শুক্রবার রাতে ও বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় ঢাকার উদ্দেশ্যে লন্ডন হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
আজ শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন খালদাকে বহনকারী বিমানটি।
হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান ছেলে তারেক রহমান, যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদসহ নেতাকর্মীরা।
যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালেক খালেদা জিয়ার লন্ডন ত্যাগের খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এদিকে অন্যান্য দিনের চেয়ে আজ রাজধানীতে কঠোর নিরাপত্তা দিচ্ছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। ঢাকার অধিকাংশ মোড়ে বসানো হয়েছে চেকপোষ্ট।সন্দেহভাজন কাউকে দেখলেই তাকে তল্লাসি করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন