‘দেশে উন্নয়নের স্বর্ণযুগ চলছে’
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে এখন উন্নয়নের স্বর্ণযুগ চলছে । যে নেতৃত্ব দেশের কল্যাণে নিবেদিত সে দলের মধ্যে দুষ্ট লোক থাকলেও ভালো লোকের সংখ্যাই বেশি। জনগণের কল্যাণে নিবেদিত নেতৃত্ব থাকলে সে দেশকে কেউ রুখতে পারে না।
বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে তিন দিনব্যাপী ‘বাংলার মুখ লোকোৎসব ও গুণীজন সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ ও জলবায়ু সংরক্ষণে জাতিসংঘের সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ’ এবং ‘আইসিটির টেকসই উন্নয়ন পুরস্কার’ অর্জন করায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অর্থমন্ত্রী বলেন, ‘উদার বাঙালি মনোবৃত্তিকে গ্রহণ করতে হবে। আমরা এমন একটি সার্বজনীন জাতি যেখানে বিভিন্ন ধর্ম, বিভিন্ন দর্শনের আবির্ভাব হয়েছে। বিভিন্ন মত ও ধর্ম এক হওয়ার ফলেই আমাদের সংস্কৃতি এত সমৃদ্ধশালী হয়েছে।’
বিশেষ অতিথির বক্তব্যে রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, ‘খালেদা জিয়া রাজনীতিতে তিনটি বড় ভুল করেছেন। তার সবচেয়ে বড় ভুল, তিনি স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরকে লালন-পালন করছেন।’
তিনি বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জাতিসংঘের সর্বোচ্চ পুরস্কার অর্জনের মধ্য দিয়ে তিনি বাঙালি জাতিকে অনেক উপরে নিয়ে গেছেন।’
লন্ডনে বসে খালেদা জিয়া বিদেশিদের হত্যার ষড়যন্ত্র করছেন অভিযোগ করে রেলমন্ত্রী বলেন, ‘যত ষড়যন্ত্রই করুন না কেন শেখ হাসিনার কাছে পরাজিত হবেনই।’
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখান না। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজও করে যাচ্ছেন।’
বর্তমানে দেশে বিদ্যুতের কোনো সমস্যা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা কোনো সমস্যা দেখা দিলে চিৎকার করি, কিন্তু সে সমস্যার সমাধান হলে প্রশংসা করতে কৃপণতা করি।’
সংগঠনের সভাপতি সাইফুল আজম বাশারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব এস এম মহসিন, সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জীব দাশ অপু, উৎসবের আহ্বায়ক বাউল আলম দেওয়ান।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন