দেশে এই মুহূর্তে নতুন ব্যাংক নয় : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে সরকারি-বেসরকারি মিলে ৪৮টি ব্যাংক এবং ৯টি বিদেশিসহ মোট ৫৭টি ব্যাংক এদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এই মুহূর্তে দেশে নতুন কোনো ব্যাংক স্থাপনের সিদ্ধান্ত নেই সরকারের।
জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে রবিবার খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমানের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী এমএ মান্নান এসব তথ্য জানান।
আবুল মাল আবদুল মুহিত বলেন, কোনো দেশের অর্থনীতি বিনির্মাণে ব্যাংকিং ব্যবস্থার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি বিবেচনায় দেশের অর্থনৈতিক উন্নয়নকল্পে এ পর্যন্ত মোট ৪৮টি দেশি ও ৯টি বিদেশি ব্যাংকে কার্যক্রম পরিচালনা করার অনুমোদন দেওয়া হয়েছে। তবে এ মুহূর্তে দেশে নতুন কোনো ব্যাংক স্থাপনের সিদ্ধান্ত নেই। ভবিষ্যতে আর্থসামাজিক প্রয়োজনীয়তা বিবেচনা করে নতুন ব্যাংক স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা যেতে হবে।
অর্থমন্ত্রী জাতীয় সংসদকে জানান, দেশি-বিদেশি ৫৭টি ব্যাংকের সারাদেশে ৯ হাজার ৪৯৮টি শাখা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শাখা রয়েছে সোনালী ব্যাংক লিমিটেডের, মোট এক হাজার ২১০টি।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন