দেশে ফিরছেন ৬ ক্রিকেটার, যাচ্ছেন ৫
শুভাগত হোমের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর শেষের পথে। আর দুটি ওয়ানডে ম্যাচ খেলেই দক্ষিণ আফ্রিকা ছাড়বে বাংলাদেশ দল। এরপর তারা জিম্বাবুয়ে সফরে যাবে। আর এই সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সিরিজের জন্য জাতীয় দলে যোগ দেবেন ৬ ক্রিকেটার। তারা দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসবেন। আর ৫ জন খেলোয়াড় ‘এ’ দলের সঙ্গে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাবেন।
দেশে ফিরে আসবেন সাব্বির রহমান, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আল-আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও জুবায়ের হোসেন লিখন। জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে যোগ দিতে বাংলাদেশ ছাড়বেন তাসামুল হক, নুরুল হাসান সোহান, নাঈম ইসলাম, দেওয়ান সাব্বির ও মুক্তার আলী।
জিম্বাবুয়ে গিয়ে ৩১ অক্টোবর ও ১ নভেম্বর অনুশীলন করে ২, ৪ ও ৬ নভেম্বর তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ৭ ও ৮ নভেম্বর অনুশীলনের পর ৯ তারিখ প্রথম ও ১৫ তারিখ দ্বিতীয় চারদিনের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ১৮ নভেম্বর সফর শেষ করে ১৯ তারিখ দেশে ফিরবে তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন