দেশে ফিরেই অনুশীলনে তামিম

জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল ও তাঁর স্ত্রী আয়েশা সিদ্দিকীর ঘর আলো করে পুত্র সন্তানের জন্ম হয়েছে গতকাল রোববার সকালেই। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপের দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই দেশে ফিরে এসেছেন এই হার্ডহিটার ব্যাটসম্যান।
আজ সোমবার দুপুরেই দেশে ফেরেন তামিম। ফিরেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের নেটে ব্যাটিং প্র্যাকটিসে নেমে পড়েন। দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে অনুশীলনে তামিমের পাশেও ছিলেন বেশ কিছুক্ষণ।
শোনা যাচ্ছে, তামিম এই এশিয়া কাপের দলে জায়গা পেতে পারেন। কারণ চোটে আক্রান্ত হয়েছেন তরুণ বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। তিনি দলের বাইরে চলে গেলেই তামিমকে দলে নেওয়া হবে।
রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পাঁজরের ডান পাশে ব্যথা পান মুস্তাফিজ। আজ সোমবার তাঁর পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই বোঝা যাবে কতটুকু গুরুতর তাঁর এই চোট। চোট যদি বেশি গুরুতর হয় তাহলে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হতে পারে তাঁকে। তাই এই এশিয়া কাপে আর খেলা নাও হতে পারে তাঁর।
অবশ্য বেশ কিছুদিন ধরেই মুস্তাফিজ বাঁ কাঁধে ব্যথা অনুভব করছিলেন। বিশেষ করে কাটার বা উল্টো দিকে হাত ঘুরিয়ে বল করার সময় অস্বস্তি বোধ হচ্ছিল তাঁর। তাই গত জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ খেলতে পারেননি এই বাঁ-হাতি পেসার।
এই চোট থেকে ফিরে এশিয়া কাপের দলে সুযোগ পান মুস্তাফিজ। বাংলাদেশের পক্ষে গত তিনটি ম্যাচে খেলেও ছিলেন তিনি। নতুন করে আবার তিনি চোটে আক্রান্ত হওয়ায় দলের জন্য হতাশার খবর এসেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এই সম্পর্কে বলেন, ‘মুস্তাফিজের চোট গুরুতর হলে তামিমের দলে জায়গা পাওয়ার সুযোগ রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মুস্তাফিজ ডান পাঁজরে ব্যথা পেয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন