দেশে ফিরেছেন কলেজছাত্রী খাদিজার বাবা
বখাটের কোপে গুরুতর আহত সিলেট সরকারি মহিলা কলেজ ছাত্রী খাদিজার সৌদি প্রবাসী বাবা মাসুক মিয়া দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার সকাল সাতটার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে নিশ্চিত করেছেন তার মামা আব্দুল মুকিত।
তিনি বলেন, ‘সৌদি আরব থেকে ঢাকায় পৌঁছেছেন খাদিজার বাবা। তার চীন প্রবাসী বড় ভাইও বৃহস্পতিবার পৌঁছানোর কথা রয়েছে।’
প্রসঙ্গত, ৩ অক্টোবর সোমবার বিকেলে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর এমসি কলেজ মসজিদের পেছনে মানুষের সামনে দা দিয়ে কলেজছাত্রী খাদিজাকে কোপাতে থাকে বদরুল আলম। প্রত্যক্ষদর্শী লোকজন নার্গিসের চিৎকার শুনে এগিয়ে যায়। তারা নার্গিসকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে এবং বদরুলকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।
গুরুতর আহত খাদিজাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ওসমানী হাসপাতালে ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে নার্গিসকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসার পরেই মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এর পর তাকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
এ ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাছলয়ের (শাবি) ছাত্রলীগ নেতা বদরুল আলমকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া বদরুলকে আসামি করে শাহপরাণ থানায় মামলা দায়ের করেছেন খাদিজার চাচা আব্দুল কুদ্দুস।
বুধবার সংসদে সরকারি দলের সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘খাদিজার চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেওয়াসহ ব্যক্তিগতভাবে সিলেট জেলা প্রশাসকের সাথে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে আসছি। ইতোমধ্যে হামলাকারী দুর্বৃত্ত গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে সকল আলামত থাকায় দ্রুত এ মামলায় চার্জশিট প্রদান করা সম্ভব হবে।’
এদিকে, কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে দেখতে গিয়ে সাংসদ ও মহিলা লীগের নেত্রী সাবিনা আক্তার তুহিনের সেলফি তোলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তীব্র সমালোচনার ঝড় বইছে। বুধবার সন্ধ্যায় ছবিটি ফেসবুকে পোস্ট করেন তিনি। তার সঙ্গে ছিলেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অপু উকিলসহ আরও এক নারী।
এই সংক্রান্ত আরো সংবাদ
সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন
সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জে দুটি বগি লাইনচ্যুতবিস্তারিত পড়ুন
সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
গত কয়েকদিনের অবিরত হালকা ও ভারী বর্ষণ, পাহাড়ি এবং ভারতবিস্তারিত পড়ুন