দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর একটায় তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেট হয়ে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
এদিকে, এই সফরে ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ ও ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ নামে দুটি পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি নেয় আওয়ামী লীগ। এজন্য বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের দু’পাশে ব্যাপক গণজমায়েতের আয়োজন করা হয় দলটির পক্ষ থেকে। বেলা সোয়া একটায় বিমানবন্দর থেকে গণভবনের উদ্দেশ্যে রওনা হয় প্রধানমন্ত্রীর গাড়িবহর।
এসময় সড়কের দুই ধারে সমবেত আওয়ামী লীগ কর্মীরা ফুল ছিটিয়ে তাকে অভ্যর্থনা জানান। এর জবাবে প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান। দুপুর দুইটা ১০ মিনিটে গণভবনে পৌঁছান প্রধানমন্ত্রী।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি শনিবার সকাল ১১টা ২৩ মিনিটে সিলেটের ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছায়। বেলা সাড়ে ১২টায় বিমানটি ঢাকা হযরত শাহজালাল (র.) বিমানবন্দরের উদ্দেশ্যে ওসমানী বিমানবন্দর ত্যাগ করে।
সিলেট প্রতিনিধি জানান, বাংলাদেশ বিমানের বিজি ০০২ নং ফ্লাইটে প্রধানমন্ত্রী যুক্তরাজ্য থেকে সিলেটে আসেন। বিমানটি এক ঘণ্টা সিলেটে অবস্থান শেষে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিমানটির যাত্রা বিরতিকালে প্রধানমন্ত্রী ওসমানী বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করেন।
সিলেটের তিন সংসদ সদস্য ইমরান আহমদ, মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস ও কেয়া চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলার ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, জেলার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন বলে বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে ১ অক্টোবর যুক্তরাজ্য যান প্রধানমন্ত্রী। যুক্তরাজ্য থেকে আজ তিনি দেশে ফিরেন। প্রধানমন্ত্রী যাত্রী হওয়ার পরও বিমানটি সরাসরি ঢাকায় অবতরণ না করে নিয়ম অনুযায়ী সিলেটেই অবতরণ করে। এজন্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত বিশেষ সংস্থা এসএসএফ সদস্যরা পুরো বিমানবন্দর ঘিরে রাখে। র্যাব-পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও বিমানবন্দর এলাকায় অবস্থান নিয়ে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলে।
মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ জানান, সিলেটে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কোনও কর্মসূচি ছিল না। তবে জেলা ও মহানগর আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দ ও সংসদ সদস্যরা নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

তারেক রহমান: আগে ভারতীয় শিল্পী আসতো, এখন পাকিস্তান থেকে আসে
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে দেশি শিল্পীদের উপেক্ষা করে ভারত ও পাকিস্তানবিস্তারিত পড়ুন

নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন, প্রশ্ন রিজভীর
“নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন”, এমন প্রশ্ন তুলে বিএনপিরবিস্তারিত পড়ুন

সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনেবিস্তারিত পড়ুন