দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

লন্ডন ও বুলগেরিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ শনিবার ভোর ৬টা ০৯ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি।
এর আগে বুলগেরিয়ার স্থানীয় সময় শুক্রবার রাত ৮টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১০৪০ ফ্লাইটে সোফিয়া আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সফরকালে দু’দেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক ও একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সোফিয়ায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুলগেরিয়ান প্রধানমন্ত্রী বয়কো বরিসোভ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি স্বাক্ষর হয়।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘গ্লোবাল উইমেন লিডার্স ফোরাম’ এ অংশ নিয়ে মূল বক্তব্য প্রদান করেন। এছাড়াও বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বুলগেরিয়ার জাতীয় জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে গত রোববার (১৫ মে) সকালে বুলগেরিয়ায় গ্লোবাল উইমেন লিডারস ফোরামে অংশ নিতে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। পথে লন্ডনে দু’দিনের যাত্রা বিরতি করেন। যাত্রা বিরতীতে পরিবারের সদস্যদের সঙ্গে একান্ত সময় কাটান প্রধানমন্ত্রী। এসময় স্বদেশ প্রত্যাবর্তন (১৭ মে) দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সমাবেশেও বক্তব্য রাখেন শেখ হাসিনা।
গত বুধবার (১৮ মে) লন্ডন সময় সকাল সাড়ে আটটায় ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সোফিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন