দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
ব্রিকস-বিমসটেক আউটরিচ সম্মেলনে যোগদান শেষে ভারতের গোয়া থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার বাংলাদেশ সময় সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।
এর আগে ভারতের স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে গোয়ার নৌবাহিনীর বিমানঘাঁটি থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেন শেখ হাসিনা। এ সময় ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর, গোয়ার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়কমন্ত্রী এলিনা সালদানহা, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, মুম্বাইয়ে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার সামিনা নাজ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
গোয়া থেকে বিদায়ের আগমুহূর্তে শেখ হাসিনাকে স্ট্যাটিক গার্ড অব অনার দেয় ভারতীয় সেনাবাহিনীর একটি চৌকস দল। এ ছাড়া তাঁর সম্মানে সাংস্কৃতিক পরিবেশনা করেন স্থানীয় শিল্পীরা।
গতকাল রোববার সকালে গোয়ায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে ব্রিকস-বিমসটেক আউটরিচ সামিটে বক্তব্য দেন তিনি। নিজের বক্তব্যে নিম্ন-আয়ের দেশগুলোর সুযোগ-সুবিধার দিকে বিশেষ নজর দিতে ব্রিকস নেতাদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
অন্যদিকে, শেখ হাসিনা ভারত সফরে যাওয়ায় তা নিয়ে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি বার্তা পোস্ট করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে টুইটারে বাংলা ও ইংরেজি ভাষায় লেখা বার্তায় মোদি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার আতিথেয়তা গ্রহণ করায় আমি সম্মানিত। ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে মজবুত করার জন্য আপনার ভূমিকাকে ধন্যবাদ জানাই।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন