দেশে ফিরেছেন মুস্তাফিজ
দীর্ঘ ৫৫ দিন পর প্রিয় মাতৃভুমিতে পা রাখলেন কাটারমাস্টার খ্যাত পেসার মুস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মিশন সফলভাবে শেষ করে সোমবার রাত ১০.৩০ টায় দেশে ফিরেছেন তিনি। ওয়ার্নার-মুস্তাফিজ-ভুবনেশ্বর কুমারদের হাত ধরে আইপিএলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ। নিজের ক্যারিয়ারে প্রথমবার এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে শিরোপা জয়ের আনন্দে নিয়েই দেশের মাটিতে পা রাখলেন বাংলাদেশি তারকা ক্রিকেটার।
সোমবার রাতে হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছালে সেখানে ভিআইপি লাউঞ্জে তাকে অভ্যর্থনা জানানো হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দিয়ে তাকে বরণ করে নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়। রাত উপেক্ষো করে এসময় বিমান বন্দরের বাইরে ভিড় করেন মুস্তাফিজ ভক্তরা।
এরআগে বিকেলে মুস্তাফিজের মামা শরিফুল ইসলাম জানিয়েছেন, রাত সাড়ে ৯টার ফ্লাইটে দেশে আসবে বাংলাদেশের এই পেসার। বিমানবন্দর থেকে সরাসরি মিরপুরে তার দুই মামার যে কোনো একজনের বাসায় উঠবেন তিনি। এরপর দু-এক দিনের মধ্যেই সাতক্ষীরায় গ্রামের বাড়িতে যাবেন মুস্তাফিজ।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল আইপিএলে অংশ নিতে সাকিবের সাথে দেশ ছেড়েছিলেন মুস্তাফিজ। ৯ এপ্রিল থেকে শুরু হওয়া সেই আসরে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। যেখানে তিনি তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন ১ কোটি ৪০ লাখ রুপিতে। যার প্রতিদানও তিনি দিয়েছেন যথোপযুক্ত। প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়ে হয়েছেন সেরা উদীয়মান খেলোয়াড়। আসরে ১৭ ম্যাচ খেলে তিনি নিয়েছেন ১৮টি উইকেট। যার বিনিময়ে রান দিয়েছেন ৪৫৮। যেখানে তার সেরা বোলিং আছে ১৬ রান দিয়ে ৩ উইকেট। গড় আছে ২৪.৭৬ আর স্ট্রাইক রেট আছে ২১.৫৩।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন