দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) ব্যবস্থাপনায় জাপানের ওসাকা শহরে অনুষ্ঠিত হয় দুইদিন ব্যাপী ‘জে-গ্রিন সাকাই লেডিস ফেস্টিভাল অনূর্ধ্ব-১৫’ ফুটবল ফেস্টিভাল।
এই টুর্নামেন্টে অংশগ্রহণ শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল দল আজ সোমবার রাতে দেশে ফিরেছে। রাত ৯.১৫ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দলকে বহনকারী বিমান অবতরণ করে। বাংলাদেশ দলের সবাই সুস্থ্য আছেন। বিমানবন্দর থেকে তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আসেন।
জে-গ্রিন সাকাই লেডিস ফেস্টিভাল অনূর্ধ্ব-১৫’ ফুটবল ফেস্টিভালে বাংলাদেশ দল প্রস্তুতি ম্যাচসহ মোট সাতটি ম্যাচে অংশ নেয়। তার মধ্যে জয় চারটিতে। ড্র একটিতে এবং হার দুটিতে। মূলপর্বে বাংলাদেশ জয় পায় ৩টিতে, ড্র করে একটি এবং হার মানে দুটিতে।
এই ফেস্টিভালে অংশ নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দারুণ নৈপূণ্য প্রদর্শন করেছে। যা ফেস্টিভালে অংশ নেওয়া অন্যান্য দলের কোচ, কর্মকর্তাদের অভিভূত করেছে।
এই ফেস্টিভালে জাপানের ১৮টি দলের সঙ্গে অংশ নেয় বাংলাদেশ ও থাইল্যান্ড অনূর্ধ্ব-১৬ দল। মোট ২০টি দলকে নিয়ে অনুষ্ঠিত হয় এই ফেস্টিভাল। প্রতিটি ম্যাচ হয় ৪০ মিনিট করে। প্রথমার্ধে ২০ মিনিট, দ্বিতীয়ার্ধে ২০ মিনিট। মাঝে ৫ মিনিটের বিরতি থাকে।
উল্লেখ্য, জাপান সফরকারী বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দলকে পৃষ্ঠপোষকতা দিয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন। এর আগে, ভারতের শিলিগুঁড়িতে অনুষ্ঠিত সাফ মহিলা চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল ওয়ালটন গ্রুপ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন