দেশে-বিদেশে অশুভ শক্তি উত্থানের চেষ্টা চলছে: ওবায়দুল কাদের
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই চ্যালেঞ্জিং। এ মুহুর্তে নেতা-কর্মীদের ধৈর্যের সঙ্গে ঠাণ্ডা মাথায় দায়িত্ব পালন করতে হবে। দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। দেশে-বিদেশে এক অশুভ শক্তি উত্থানের অপচেষ্টা চলছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এ অপশক্তিকে রুখতে হবে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, দেশ এখন কঠিন সময় অতিক্রম করছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন বিশ্বের বুকে বাংলাদেশকে মাথা উঁচু করে তুলে ধরছেন ঠিক তখনি একটি অশুভ শক্তি দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নেতা-কর্মীদের বিষয়গুলো মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, যখন আজ শেখ হাসিনা ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ’ পুরস্কার নিচ্ছেন, জাতিসংঘে বারাক ওবামার সঙ্গে কো-চেয়ার করছেন ঠিক তখনি অস্ট্রেলিয়ার ক্রিকেট টিম নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফল বর্জন করছে, এটি অত্যন্ত হতাশাজনক। একটি চক্র রহস্যজনক কারণে তাদের মনে এ ভীতির সৃষ্টি করছে সেটি আমাদের বোধগম্য নয়।
তিনি বলেন, রাজনীতির খেলা এখন ক্রিকেটেও শুরু হয়েছে। কিন্তু দেশের বিরুদ্ধে এ অশুভ চক্রান্ত কখনো মেনে নেওয়া হবে না। রাজনীতির খেলা ক্রিকেটে চলবে না। এদেশের ক্রিকেটপ্রেমী মানুষের মনে আঘাত দিতে একটি অশুভ শক্তি দেশটিকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ বিষয়ে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।
সভায় ছাত্রলীগে কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ছাত্রলীগের প্রাক্তন সভাপতি এ কে এম এনামুল হক শামীম, ঢাবি সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন