‘দেশে যা কিছু ঘটছে প্রতিবেশী রাষ্ট্রের ভুড়িভোজের জন্য’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে যা কিছু ঘটছে তা প্রতিবেশী রাষ্ট্রের ভুড়িভোজের জন্য । কখন না তারা দাবি করে বসে, এ দেশের মালিক তোমরা না, আমরা। দেশে যাদের জঙ্গি বলে মারা হচ্ছে তাদের কোন লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে আমরা জানতে পারছি না। তারা কী কায়েম করতে চায়, খেলাফত প্রতিষ্ঠা করতে চায়।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদী যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের’ দাবিতে স্বাধীনতা ফোরাম এ সমাবেশের আয়োজন করে।
তিনি বলেন, তাদের কোথায় ধরা হচ্ছে কোথায় মারা হচ্ছে তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। আপনি একজনকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেবেন, পরে আবার তাকে পানি থেকে উদ্ধার করে বাহবা নিতে রেডিও, টেলিভিশনে প্রচার ও প্রেস ব্রিফিং করে জনগণকে বলবেন, মানুষ এ ধরনের কথায় বিশ্বাস করেনা। মানুষ এত বোকা না। কিছু লোককে কিছূদিন বোকা বানানো যায়, কিন্তু সব লোককে বোকা বানানো যায় না।
কয়জনকে মারা হয়েছে, আর কয়জন বাকি আছে ভারতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তার তালিকা দিয়ে এসেছেন বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা।
স্বাধীনতা ফোরাম সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে ও সহ-সভাপতি ইসতিয়াক আহমেদ বাবুলের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও খায়রুল কবির খোকন, এলডিপির সিনিয়র যুগ্ম-মহাসচিব সাহাদাত হোসেন সেলিম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন