দেশে ৪০ শতাংশ বিনিয়োগ বেড়েছে : প্রধানমন্ত্রী
দেশে ৪০ শতাংশ বিনিয়োগ বেড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের এ কে এম শাহাজাহান কামালের সম্পূরক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “সরকার দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে চলেছে। বাংলাদেশের উদার নীতির কারণে এদেশে বিদেশি বিনিয়োগের চমৎকার সুযোগও হয়েছে। এসব উদ্যোগের ফলে ২০১৪ সালের তুলনায় দেশে ৪০ শতাংশ বিনিয়োগ বেড়েছে। একই প্রশ্নকর্তার লিখিত প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, “সাম্প্রতিক বুলগেরিয়া সফর অত্যন্ত সফল হয়েছে। এ সফরের ফলে স্বাধীনতার পর বাংলাদেশকে দ্বিতীয় স্বীকৃতিদানকারী দেশ বুলগেরিয়ার সঙ্গে আমাদের অথনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরো উন্নত হবে।”
জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদের সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা তৃণমূলে নারীর ক্ষমতায়নে তাঁর সরকারের পদক্ষেপ তুলে ধরেন। এক্ষেত্রে ১৯৯৬ সালে তাঁর প্রথম সরকারের নেওয়া স্থানীয় সরকার নির্বাচনে নারীদের জন্য ৩০ শতাংশ সংরক্ষিত আসনে নির্বাচন ব্যবস্থা চালুর কথা তুলে ধরে তিনি বলেন, “এক সময় এ পদ্ধতিতে নির্বাচনে অনেক বাধা দেওয়া হয়েছে। এমনকি পরিবারের সদস্যরাও নারীদের সংরক্ষিত আসনে নির্বাচনের অংশগ্রহণের ক্ষেত্রে বাধা দিয়েছেন। পরে তাঁরাই নারীর পক্ষে নির্বাচনে নেমেছেন। এই পদক্ষেপ তৃণমূলে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ ও মাইলফলক।
হাস্যরস করে প্রধানমন্ত্রী বলেন, “আমি ভেবেছিলাম উনি (কাজী ফিরোজ রশীদ) প্রশ্ন করবেন, নারীদের জন্য এতো কিছু করেছেন, পুরুষদের জন্য কী করেছেন? সেদিন বেশি দূরে নয়, হয়তো ভবিষ্যতে দেখা যাবে পুরুষ অধিকার সংরক্ষণ কমিটি করা হচ্ছে। সেই কমিটিতেও আমার সমর্থন থাকবে।” এ সময় উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন