দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে : ফখরুল
বিএনপি নেতাদের হেনস্তা করতে সরকার পুলিশকে ব্যবহার করছে, এ অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশটা এখন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে।’
বিএনপির যুগ্ম মহাসচিব ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের বাসায় পুলিশি তল্লাশির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এব বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘বিরোধী দলীয় নেতা-কর্মীদের রাজনৈতিকভাবে হেনস্তা, ভীত-সন্ত্রস্ত করা এবং বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করার অপকৌশল হিসেবেই সরকার আইন শৃঙ্খলাবাহিনী দিয়ে এ ধরনের হীন পরিকল্পনা বাস্তবায়ন করছে।’
হাবিব উন নবী খান সোহেলের বাসায় পুলিলি তল্লাশি ক্ষমতাসীনদের হিংসাশ্রয়ী চরিত্রেরই ধারাবাহিকতা বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
জনগণ ভীতিকর অবস্থার মধ্যে বসবাস করছে, দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘বর্তমান সরকারের আমলে দেশে আইনশৃঙ্খলার চরম অবনতিতে কোনো নাগরিকেরই স্বাধীনভাবে চলাফেরার, বাক-ব্যক্তি স্বাধীনতা কিংবা জানমালের ন্যুনতম নিরাপত্তা নেই।’
তিনি বলেন, ‘বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে অতীতে যেমন কোনো স্বৈরশাসকই তাদের রাষ্ট্রক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে সক্ষম হয়নি। বর্তমান শাসকগোষ্ঠীও তাদের মনঃকামনা পূরণ করতে পারবে না।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন