দেশ সেবায় শেষ রক্তবিন্দু ত্যাগের আহবান

সেনাবাহিনীর প্রতি দেশ ও জাতির সেবায় শেষ রক্তবিন্দু ত্যাগ করার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ চট্টগ্রামের ভাটিয়ারি বিএমএ প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সবার গর্ব ও অহংকার। আপোসহীন ও রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্মলাভ করেছে আমাদের সশস্ত্রবাহিনী।
প্রধানমন্ত্রী আরো বলেন, স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি শক্তিশালী সেনাবাহিনী গঠনের জন্য নানা পদক্ষেপ নিয়েছিলেন। ১৯৭৫ সালের জানুয়ারিতে সেনাবাহিনীর প্রথম ব্যাচ তার ট্রেনিং শেষ করেছিল। বঙ্গবন্ধুর দূরদর্শিতার কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী আজকের অবস্থানে এসে দাঁড়িয়েছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ফলে বাংলাদেশ মধ্য আয়ের দেশের উন্নতি হয়েছে। ২০৪১ সালের মধ্যে একটি সূখী, সমমৃদ্ধ উন্নত রাষ্ট্রে উন্নতি হবে। সরকার সেই লক্ষ্য সামনে রেখে কাজ করছে।’ এসময় নতুন সেনা অফিসারদের দেশ ও জাতির সেবায় শেষ রক্তবিন্দু ত্যাগ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এরআগে বাংলাদেশ মিলিটরি একাডেমির (বিএমএ) ৭৩তম দীর্ঘ মেয়াদী এবং ৪৪তম স্বল্প মেয়াদী কোর্সের সমাপনী অনুষ্ঠান তথা রাষ্ট্রপতি কুচকুওয়াজ ২০১৫ এ নবীন ক্যাডেটদের অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এরপর এই দুই ব্যাচের সেরা ক্যাডেটদের পুরষ্কৃত করেন তিনি।
অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, বিএমএ কমান্ডেন্ট মেজর জেনারেল জাহাঙ্গীর আলম, ২৪ পদাতিক ডিভিশনের সিইও মেজর জেনারেল সফিকুর রহমানসহ সরকারের মন্ত্রী পরিষদ সদস্য, সংসদ সদস্যবৃন্দ, উর্ধ্বতন সামরিক, বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিদায়ী ক্যাডেটদের অভিভাবকবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন