দেহরক্ষী পাচ্ছেন বিদেশি কোচরা
রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় পুরো দেশেই একরকম আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনা সারা বিশ্বকেই রীতিমতো নাড়িয়ে দিয়েছে। টনক নড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি)। কদিন আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এবার সব বিদেশি কোচের নিরাপত্তায় দেহরক্ষীর ব্যবস্থা করেছে বিসিবি।
শুধু তাই নয়, বিসিবির অধীনে থাকা সব বিদেশির সঙ্গেই দেওয়া হচ্ছে একজন করে গানম্যান। এখন থেকে সার্বক্ষণিক তাদের সঙ্গে সশস্ত্র দেহরক্ষী থাকবে। ছুটি কাটিয়ে বিদেশি স্টাফরা দেশে ফেরার পরই একজন করে গানম্যান পাবেন।
জাতীয় দল ও একাডেমির কোচ ছাড়াও ফিজিও-ট্রেনার মিলে বিসিবিতে সাত-আটজন বিদেশি স্টাফ রয়েছেন। জঙ্গিদের বেশির ভাগ লক্ষ্য বিদেশি হওয়ায় বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে গত বছর ২৮ সেপ্টেম্বর ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ডের পর বিসিবি জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের নিরাপত্তায় দেহরক্ষীর ব্যবস্থা করেছিল। এবার সব বিদেশির নিরাপত্তায় উদ্যোগী হয়ে উঠেছে তারা।
উল্লেখ্য, গত ১ জুলাই গুলশান-২ নম্বর সেকশনে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় ২৮ জন নিহত হন। এঁদের বেশির ভাগই বিদেশি।
রাত পৌনে ৯টার দিকে রেস্তোরাঁয় হামলা করে সন্ত্রাসীরা। এরপর রাতভর বিভিন্ন পরিকল্পনার পর পরদিন সকাল ৭টা ৪০ মিনিটে ‘অপারেশন থান্ডারবোল্ট’ নামের অভিযান শুরু করে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী।
এর পর থেকে সারা দেশের প্রায় সবখানেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। তারই ধারাবাহিকতায় শেরেবাংলা স্টেডিয়ামের নিরাপত্তা আরো জোরদার করা হয় এবং কোচদের নিরাপত্তায় গানম্যান দেওয়ার সিদ্ধান্ত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন