দেড়শ রানও করতে পারেনি পাকিস্তান!

দিবা-রাত্রির ব্রিসবেন টেস্টে দ্বিতীয় দিনেই পাকিস্তানের একশ রানের নিচে অলআউট হয়ে যাওয়ার সম্ভাবনা জেগেছিল। তবে সরফরাজ আহমেদ এবং মোহাম্মদ আমিরের ব্যাটিং দৃঢ়তায় পাকিদের ইনিংস গড়ায় তৃতীয় দিনে।
তবে রান বেশি হয়নি। ১৪২ রানেই অলআউট হয়ে গেছে সফরকারীরা। সর্বোচ্চ ৫৯ রান করে অপরাজিত ছিলেন সফররাজ আহমেদ।
এর আগে টসে জিতে ব্যাটিং করতে নেমে জোড়া সেঞ্চুরিতে ৪২৯ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে অজিদের বোলিং তোপে পড়ে পাকিস্তান। দুই পেসার মিচেল স্টার্ক এবং জস হ্যজলউডের বোলিং তোপে তাসের ঘরের মত ভেঙে পড়ে পাক ব্যাটিং লাইনআপ। স্টার্ক, হ্যাজলউড এবং জ্যকসন ব্রিড ৩টি করে উইকেট নেন। সবচেয়ে কৃপণ এবং আগ্রাসী ছিলেন হ্যজলউড। তিনি ১৪ ওভার বল করে ১টি মেডেন সহ মাত্র ২২ রান দেন।
সতীর্থদের ব্যর্থতার দিনে অজিদের বোলিং তোপের সামনে দাঁড়িয়ে একই লড়ে যান উইকেটকিপার ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। ৬৪ বলে ৬ বাউন্ডারিতে ৫৯ রান করে অপরাজিত থাকেন তিনি। ৫৭ বলে পূরণ করেন হাফ সেঞ্চুরি। তার সঙ্গে নবম উইকেটে ৫৪ রানের জুটি গড়েন পেসার মোহাম্মদ আমির। এতে আমিরের অবদান ৬৯ বলে ২ বাউন্ডারিতে ২১ রান। রানের পরিমাণ কম হলেও পাকিস্তানের জন্য ছিল তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া ওপেনার সামি আসলাম ২২ রান এবং বাবর আজম ১৯ রান করেন। এছাড়া আর কেউ ২ অংকে পৌঁছতে পারেনি।
২৮৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া। তবে দলীয় ১২ রানেই আঘাত হানেন আমির। তার বলে ওয়াহাব রিয়াজের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ডেভিড ওয়ার্নার (১২)। স্কোরবোর্ডে আর ১২ রান যোগ হতেই রাহাত আলী ফেরান রেনশকে। ব্যক্তিগত ৬ রানে ইউনিস খানের হাতে ক্যাচ দেন রেনশ। এখন উসমান খাজা এবং অধিনায়ক স্টিভ স্মিথ মিলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত অজিরা ২ উইকেটে ৭২ রান সংগ্রহ করেছে। দ্বিতীয় ইনিংসে তারা এগিয়ে আছে ৩৫৯ রানে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন