দেড় বছরের সন্তানকে হত্যা, বাবার যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে দেড় বছর বয়সী সন্তানকে হত্যার দায়ে বাবা আবদুল হালিমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ এনামুল বারী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আবদুল হালিম জেলার গোমস্তাপুর উপজেলার লক্ষ্মীনারায়ণপুরের বাসিন্দা।
মামলার বিবরণীর বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জের পাবলিক প্রসিকিউটর জবদুল হক বলেন, ২০১১ সালের ৪ অক্টোবর আবদুল হালিম ভোলাহাট উপজেলার নাজিরপুরে তাঁর শ্বশুরবাড়িতে যান। সেখানে গিয়ে নিজের জমি বিক্রি করার জন্য স্ত্রী আয়েশা বেগম প্রীতির সঙ্গে আলোচনা করেন। স্ত্রী জমি বিক্রিতে আপত্তি জানালে তাঁদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে স্ত্রী ঘর থেকে বাইরে গেলে হালিম নিজের প্যান্টের বেল্ট দিয়ে দেড় বছর বয়সী সন্তান মোহাম্মদ রিফাতকে শ্বাসরোধ করে হত্যা করেন। ওই দিনই স্ত্রী আয়েশা বাদী হয়ে আবদুল হালিমকে আসামি করে ভোলাহাট থানায় একটি হত্যা মামলা করেন।
পরে ২০১২ সালের ৭ ফেব্রুয়ারি মামলার তদন্ত কমকর্তা ভোলাহাট থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম আদালতে অভিযোগপত্র দেন। ওই মামলায় আজ হালিমের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত।
এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন