দোযখে যাবিরে তুই বল (ভিডিও)

বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়া ইউটিউবে প্রকাশিত হয়েছে বেলা খানের দোযখ। এতে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর করেছেন বেলাল খান। গানটি লিখেছেন সোমেশ্বর অলি। এটির মিউজিক করেছেন ইমন চৌধুরী। গানটি প্রকাশ হয়েছে লেজার ভিশন থেকে। বেলালের পাশাপাশি গানে কণ্ঠ দিয়েছেন বাঁধন সরকার পূজা।
‘দোযখে যাবিরে তুই বল/চারিধারে সেই আয়োজন’ টাইটেল লাইনের এই গানের মিউজিক ভিডিওর শুটিং ঢাকা ও কুষ্টিয়ার বিভিন্ন লোকেশনে হয়েছে। এতে মডেল হয়েছেন- শিমুল খান, মেঘলা, নাহিদ, সতেজ চৌধুরী ও সিনি স্নিগ্ধা ও সালভিন ইফতিসহ ১৮জন। গানের ভিডিওটি পরিচালনা করেছেন ফজলে রাব্বি।
গান সম্পর্কে বেলাল খান বলেন, একদম ভিন্ন ধাঁচের একটি গান এটি। সারাজীবন মানুষ পাপের মধ্যে ডুবে থেকে একসময় উপলব্ধি হয় ভাল মন্দের। সেই উপলব্ধিরই বহিঃপ্রকাশ এটি।
এই গান সম্পর্কে সঙ্গীতশিল্পী ঐশী অভিভূত হয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে লিখেছেন, ‘গানটির কথা, সুর, চিত্রায়ন এবং শিল্পীর গায়কি- সব মিলে স্বতন্ত্র এবং সচেতক গান সৃষ্টি হয়েছে। প্রত্যেকের গানটি শোনা এবং দেখা উচিৎ এবং নিজের ভেতর লালন করা উচিৎ। ‘
গানটি মোবাইল ফোনের যুক্ত করতে চাইলে গ্রামীণফোন, রবি, এয়ারটেল, টেলিটকের জন্য 4914528 ও বাংলালিংকের জন্য 5682940 নম্বরে ডায়াল করতে হবে।
আর ভিডিও দেখুন এখানে
https://youtu.be/7F_95yXRYe0
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন