দোষারোপের খেলায় আ’লীগ-বিএনপি
ইতালি নাগরিক সিজার তাভেল্লি হত্যার পনের দিন এবং জাপানি নাগরিক হোসি কোনিও হত্যার ৭দিন পার হলেও দৃশ্যত তদন্তে কোনো অগ্রগতি নেই। পুলিশ বিক্ষিপ্তভাবে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেও বলার মতো কোনো ক্লু তারা পায়নি।
তবে এই দুটি হত্যাকাণ্ড নিয়ে সরকার এবং বিরোধী দল পরস্পরকে দোষারোপ করতে শুরু করেছে। সরকারের মন্ত্রী এমপি থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত এই বাগযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। বিএনপির সিনিয়র নেতারা যে যেভাবে পারছেন তার জবাব দিয়ে যাচ্ছেন।
বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ রাজনীতিতে সুবিধা আদায়ের জন্য একে অপরকে দোষারোপ করছে বাংলাদেশের প্রধান দুই দল। তবে এই দোষারোপের খেলায় পার পেয়ে যেতে পারেন নেপথ্যের নায়কেরা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গণভবনে এক অনুষ্ঠানে অনেকটা সরাসরিই দুই বিদেশী হত্যার ঘটনার জন্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দায়ী করেছেন।
অন্যদিকে বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বর্ণনা করে বলা হয়েছে যে সরকার ব্যর্থতার দায় এড়াতে এ ধরনের দাবি করছে।
বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর পরস্পরকে দোষারোপ করার যে সংস্কৃতি তার কারণ হিসবে দৈনিক সকালের খবরের সম্পাদক মোজাম্মেল হোসেন মঞ্জুর বিবিসিকে বলছেন, ‘অভ্যন্তরীণ রাজনীতিতে সুবিধা আদায়ের জন্য বাংলাদেশের বড় দুই দল এধরনের আচরণ করে থাকে।’
প্রকৃতপক্ষে দুই দলের কেউই এতে লাভবান হয়না বলে মনে করেন তিনি। তার মতে, এতে বরং গণতন্ত্রের বিপক্ষের শক্তি বা এক্ষেত্রে বিদেশি হত্যাকাণ্ডের পেছনে জড়িতরাই লাভবান হচ্ছে।
মোজাম্মেল হোসেন বলছেন, ‘প্রধানমন্ত্রী নিজেই বিদেশি হত্যায় বিএনপি চেয়ারপারসনকে সরাসরি দায়ী করলেও তাতে খালেদা জিয়া বা বিএনপির উপর তেমন কোন প্রভাব পড়বে না।’
তার মতে, এই চাপে খালেদা জিয়া এখন হয়ত সুস্থভাবে রাজনৈতিক কর্মসূচি নিতে পারছেন না। তবে এই পরিস্থিতি সাময়িক।
মূল যে বিষয় নিয়ে বিতর্ক তার চূড়ান্ত সমাধান কিছুই হবে না বলে মন্তব্য করেছেন এই সাংবাদিক।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন