দোষ স্বীকার না করলেও সাক্ষ্যের ভিত্তিতে সাজা
দোষ স্বীকার না করলেও সাক্ষ্যের ভিত্তিতে সাজা দেওয়ার বিধান রেখে ভ্রাম্যমাণ আদালত আইনের সংশোধনীর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “মোবাইল কোর্ট (সংশোধন) আইন, ২০১৫ এর খসড়া ভেটিং সাপেক্ষ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।” ২০০৯ সালের এই আইনে তিনটি বিষয় সংযোজন করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমান বিধানে মোবাইল কোর্টে বিচারযোগ্য অপরাধ করে কেউ দোষ স্বীকার না করলে শাস্তি দেওয়া যায় না।
“সংশোধনে মোবাইল কোর্টের আওতায় দোষ স্বীকার না করলেও সাক্ষীদের সাক্ষ্য নিয়ে এবং পারিপার্শ্বিক বিষয় বিবেচনা করে শাস্তি দেওয়া যাবে। “দ্বিতীয় সংযোজন হচ্ছে- মোবাইল কোর্টের আওতায় বিচারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্তর্ভুক্তি। মোবাইল কোর্টের আওতায় ইলেকট্রনিক স্বাক্ষর ও বায়োমেট্রিক ব্যবহার করা যাবে। “এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্ট পরিচালনায় বিশেষজ্ঞদের মতামত নিতে পারবেন বলে সংশোধনের খসড়ায় বলা আছে।”
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন