দোয়েল ল্যাপটপে মুনাফা ২ কোটি টাকা
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, দোয়েল ল্যাপটপ বিক্রি করে প্রায় ২ কোটি টাকা মুনাফা করেছে টেলিফোন শিল্প সংস্থা (টেশিস)।
রোববার জাতীয় সংসদে ইসরাফিল আলমের (নওগাঁ-৬) লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দোয়েল ল্যাপটপ প্ল্যান্টে এখন পর্যন্ত ৬২ হাজার ২৪৫টি ল্যাপটপ সংযোজন করা হয়েছে। টেশিসের অর্থায়নে এ প্রকল্পে এখন পর্যন্ত প্রায় ২২২ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। ল্যাপটপ বিক্রি হয়েছে প্রায় ২২৪ কোটি টাকার।
প্রতিমন্ত্রী আরো জানান, সংযোজিত ৬২ হাজার ২৪৫টি ল্যাপটপের মধ্যে বিক্রি হয়েছে ৫৩ হাজার ৭৫০টি। এখন পর্যন্ত ৮ হাজার ৪৫০টি ল্যাপটপ অবিক্রিত আছে। বিক্রিত ল্যাপটপের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় নিয়েছে ২৩ হাজার ৩৩১টি, সেনাবাহিনীতে ২ হাজার ৭৯৯টি, ডাক বিভাগ ১৩ হাজার ৪৮৫টি, এটুআই প্রকল্পে ৮০টি। এ ছাড়া বিভিন্ন সরকারি অফিসে ১৩ হাজার ৭১৬টি ল্যাপটপ বিক্রি করা হয়েছে।
দেশে স্বল্পমূল্যের ল্যাপটপ সংযোজন-উৎপাদন ও বিপণন করার লক্ষ্যে প্রধানমন্ত্রী ২০১১ সালের ১১ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টেলিফোন শিল্পসংস্থা কর্তৃক সংযোজিত দোয়েল ব্র্যান্ডের ল্যাপটপ বিতরণ ও বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করেন। টেশিস এ পর্যন্ত ১১টি মডেলের দোয়েল ল্যাপটপ উৎপাদন ও সংযোজন করেছে। আরো উন্নত কোরআই ৭ প্রসেসর সমৃদ্ধ দোয়েল ল্যাপটপের পরবর্তী মডেল বাজারজাত করার চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভরিতে এবার ১,৯৯৪ টাকা বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনবিস্তারিত পড়ুন
সংস্কার হলে পেট্রোল-ডিজেলের দাম কত কমানো সম্ভব জানালো সিপিডি
মূল্য নির্ধারণ কাঠামোর সংস্কার হলে লিটার প্রতি পেট্রোলের দাম ১১বিস্তারিত পড়ুন
রাজশাহীতে সমন্বয়ককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ককে হাতুড়িপেটা করার অভিযোগবিস্তারিত পড়ুন