‘দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাট সরিয়ে নেওয়া হবে’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর মোহাম্মদ মোজাম্মেল হক বলেছেন, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাট সরিয়ে নেওয়া হবে। পদ্মার ভাঙন থেকে রক্ষা করতে এবং ঘাটের কার্যক্রম স্বাভাবিক করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
আজ বৃহস্পতিবার বিআইডব্লিউটিএর ঘাট পরিস্থিতি পরিদর্শনের পর তিনি এ কথা বলেন।
পরিদর্শন শেষে মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, বর্তমান ফেরিঘাট রক্ষায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বালুর বস্তা ফেললেও এখানে ঘাট রাখার মতো পরিস্থিতি নেই। ছয় মাসের মধ্যে এই ঘাট অন্য জায়গায় সরিয়ে নিতে হবে। এ জন্য বর্তমান ফেরিঘাট থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে বর্তমান লঞ্চঘাট থেকে ক্যানাল ঘাট পর্যন্ত অথবা বাহিরচর দৌলতদিয়ায় স্থানীয় আক্কাছ আলী হাইস্কুল–সংলগ্ন এলাকায় ফেরিঘাট স্থানান্তরের জন্য জায়গা দেখা হয়েছে।
তিনি বলেন, এ দুটি জায়গা সম্পর্কে নৌপরিবহন মন্ত্রণালয়কে অবগত করা হবে। তবে এ দুটি জায়গার মধ্যে তুলনামূলক স্বল্প খরচে ও নিরাপদ বলে বর্তমান লঞ্চঘাটের কাছে ফেরিঘাট সরিয়ে নেওয়ার ব্যাপারে সুপারিশ করবেন। সুপারিশ বাস্তবায়িত হলে আগামী নতুন বছর থেকে কাজ শুরু করে মার্চ বা এপ্রিলের মধ্যে ঘাট চালু করা হবে বলে জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন