দৌলতপুরের সড়ক গুলো শ্যালো ইঞ্জিনের তৈরী অদ্ভুত পরিবহনের দখলে
মোঃ শহিদুল ইসলাম সোহাগ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রধান সড়কগুলো শ্যালো ইঞ্জিনের তৈরী তিন চাকা ও চার চাকার তৈরী অবৈধ ট্রলি ও মিনি ট্রাকের দখলে। ফলে, প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। সড়কগুলো অবৈধ এ যানবাহন দখল করে রাখার কারনে স্কুল কলেজ পড়–য়া ছাত্র/ছাত্রী অভিবাবক সহ সাধারণ মানুষ চরম উৎকন্ঠার মধ্যে রাস্তায় চলাচল করতে বাধ্য হচ্ছে। তবে, এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের কিছইু করার নেই বলে তারা জানিয়েছেন।
জানাযায়, যত্রতত্র গড়ে ওঠা উপজেলার ২৪ টি ইটভাটা মালিক তাদের ইট, মাটি ও কাঠ পরিবহনের জন্য প্রায় দুই শতাধিক চার চাকা বিশিষ্ট শ্যালো ইঞ্জিনের এ অদ্ভুত পরিবহন ব্যবহার করছে। ভারী লোহার তৈরী লক্করঝক্কর চার চাকার ট্রলির অধিকাংশ চালকদের বয়স ১৪/২০ বছরের মধ্যে। যাদের আদৌও রাস্তায় গাড়ী চালানোর যোগ্যতা বা অভিজ্ঞতা নেই। ফলে, অতিরিক্ত মাটি ও ইট নিয়ে বে-পরোয়া গতিতে এসব ট্রলি চালানোর কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গত ১ মাসে উপজেলায় কমপক্ষে ৫ জন পথচারী এসব অবৈধ ট্রলির ধাক্কায় নিহত হয়েছে। আহত ও পঙ্গু হয়েছে প্রায় শতাধিক মানুষ। এছাড়া রাস্তায় ইট ও ইটের ভাঙ্গা অংশ ও মাটি পড়ে তৈরী হচ্ছে দুর্ঘটনার ক্ষেত্র। প্রতিদিন প্রধান সড়কে কয়েকশত অবৈধ এ ট্রলি চলাচল করায় সাধারণ পথচারী ও স্কুল কলেজগামী ছাত্র/ছাত্রীরা চরম বিপাকে পড়ছে। উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাদের অভিবাবকরা।
এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি আহমেদ কবীরের কাছে জানতে চাইলে তিনি বলেন, শ্যালো ইঞ্জিনের তৈরী চার চাকার এসব অবৈধ ট্রলি বন্ধ বা নিয়ন্ত্রণ করার বিষয়ে তাদের কিছু করার নেই। তিনি আরো বলেন, এসব নির্দেশনা উপর থেকে আসতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঢাকা-খুলনা রেল আংশিক চালু হয়েছে সুদীর্ঘ্য ১২ ঘণ্টা পর !
অবশেষে প্রায় ১২ ঘন্টা পর কুষ্টিয়ার পোড়াদহে ট্রেন লাইনচ্যুত হওয়ারবিস্তারিত পড়ুন
১৫ হাজার কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
কুষ্টিয়ার খোকসা উপজেলায় হিজলাবট এলাকায় গড়াই নদের চরে কলাগাছ লাগিয়েছিলবিস্তারিত পড়ুন
কুষ্টিয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু
বজ্রপাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার খোলা মাঠে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন