শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দ্বিতীয় দফায় বন্যার্তদের পাশে ঢাবির লোকপ্রশাসন বিভাগ

সম্প্রতি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় দ্বিতীয় দফায় ক্ষতিগ্রস্ত প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে ‘উপহার’ সামগ্রী বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ। এ নিয়ে দুই দফায় দেড় হাজারের বেশি পরিবারের পাশে দাঁড়ালেন এই বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার (৯ আগস্ট) লক্ষীপুর জেলার সদর উপজেলার ৭নং বশিকপুর এবং ৫নং পার্বতীনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই উপহার সামগ্রী পৌঁছে দেন বিভাগের শিক্ষার্থীরা।

উপহার সামগ্রীর মধ্যে ৫ দিনের সমপরিমাণ নিত্য প্রয়োজনীয় খাদ্য, ঔষধ, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট অন্যতম।

এর আগে গত ২৯ ও ৩০ আগস্ট মৌলভীবাজারের দূর্গত এলাকায় প্রায় সহস্রাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী হিসেবে খাদ্যদ্রব্য ও মেডিসিন বিতরণ করেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।

এর আগে বিভাগের শিক্ষার্থীদের ব্যাক্তিগত ও সামষ্টিক উদ্যোগে বিভিন্ন জায়গা থেকে বন্যার্তদের সহায়তায় নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হয়। তাছাড়া শিক্ষার্থীরা বক্স হাতে নিয়ে বিভিন্ন জায়গা থেকে সরাসরি অর্থ সংগ্রহ করেন। এতে বিভাগের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরাও আর্থিক ও অন্যান্য সহযোগিতা প্রদান করেন।

ত্রান কার্যক্রমের দায়িত্বে থাকা ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মাদ ঈসা ইবনে বেলাল বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে দুর্দশাগ্রস্থ মানুষের পাশে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা সবসময়ই দাঁড়ানোর চেষ্টা করে এসেছে। লোকপ্রশাসন বিভাগের সকল শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং এলামনাইদের সার্বিক প্রচেষ্টায় দেশের প্রায় পনেরশত পরিবারের পাশে আমরা দাঁড়াতে পেরেছি। আমরা প্রত্যাশা করি দেশের সকল অঙ্গনের সকল শিক্ষার্থীরাই দেশের যেকোনো প্রয়োজনে সামনে থেকে নেতৃত্ব দিবে এবং দুর্যোগময় মুহূর্তে দেশ ও মানুষের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

লোকপ্রশাসন বিভাগের ত্রান কার্যক্রমের সার্বিক দিকনির্দেশনা দিয়েছেন বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মুসলেহ উদ্দীন আহমেদ তারেক। তিনি বলেন, ‘দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবারের আকস্মিক বন্যায় দেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হলে শিক্ষার্থীরা আমার কাছে আসে এবং এ পরিস্থিতিতে কী করা উচিত সে বিষয়ে পরামর্শ চায়।’

ড. মুসলেহ উদ্দীন বলেন, ‘আমিসহ বিভাগের শিক্ষকরা তাদের দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা করেন। যার ফলে মৌলভীবাজারে এক হাজার পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি লক্ষ্মীপুরেও প্রায় পাঁচশ পরিবারের পাশে দাঁড়িয়েছে বিভাগের শিক্ষার্থীরা।’

ঢাবির এই সিনিয়র অধ্যাপক আরও বলেন, ‘লোকপ্রশাসন বিভাগের শতাধিক শিক্ষার্থী দিনরাত পরিশ্রম করে ত্রাণ বিতরণের কার্যক্রমকে যথাযথভাবে বাস্তবায়ন করেছে। এদের প্রত্যেকের প্রতি আমার একান্ত ভালোবাসা এবং ভবিষ্যতে তারা দেশ ও জাতির কল্যাণে আরও ভূমিকা রাখবে সেই প্রত্যাশা করছি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ