দ্বিতীয় ওয়ানডেতে নেই মুশফিক, ফিরছেন ব্যাটসম্যান সোহান
প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে মরিয়া মাশরাফি-সাকিবরা। তবে মাঠে নামার আগে বড় একটা ধাক্কা খেলো বাংলাদেশ দল। ইনজুরির কারণে দ্বিতীয় ওয়ানডের একাদশে পাওয়া যাচ্ছে না মুশফিকুর রহিমকে। তার পরিবর্তে ওয়ানডেতে অভিষেক হতে পারে উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের।
সোমবার প্রথম ওয়ানডেতে রান নিতে ডাইভ দিয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন টাইগারদের নিয়মিত উইকেট রক্ষক মুশফিকুর রহিম। ৪৮ ঘন্টা পর স্ক্যান করার কথা থাকলেও অবস্থার একটু উন্নতি না হওয়ায় স্ক্যান করা হয়নি। জানা গেছে বৃহস্পতিবার মুশফিকের স্ক্যান করা হবে।
এদিকে অনুশীলন শেষে দলের কোচ চন্দিকা হাথুরুসিংহে জানান, ধারণা করা হচ্ছে দুই সপ্তাহ খেলতে পারবেন না মুশফিক। তবে দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে কথা বলে জানা গেছে মুশফিক মানসিক ভাবে অনেক শক্ত আছেন। তাই এর আগেও সে মাঠে নামতে পারেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন